কলকাতা: খবর কোনও ভাবে পেয়ে গিয়েছিলেন আধিকারিকরা। বেশ কয়েকদিন ধরে নজরেও রেখেছিলেন। ঠিক সময় বুঝেই দরজায় বেল! নিজেদের ক্রেতা হিসাবে পরিচয় দিয়েছিলেন। মোট টাকা দেওয়ারও প্রলোভন দেখান। আর তাতেই ফেঁসে যান ব্যক্তি। প্লাস্টিকে মুড়ি জিনিসটা আনতেই হাত চেপে ধরেন আধিকারিকরা। মহেশতলার একটি বাড়ি থেকে হরিণের চামড়া উদ্ধার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে।
মহেশতলা থানার সারেঙ্গাবাদ পেট্রোল পাম্পের উল্টো দিকে একটি বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালান ডায়মন্ড হারবার বন দফতরের রেঞ্জার আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে, ক্রেতা পরিচয় দিয়ে হানা দেন আধিকারিকরা। বনদফতরের আধিকারিকরা স্বরূপ দাস নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালান। কথার জালে ওই ব্যক্তির কাছে প্রথমে টোপ দেন আধিকারিকরা।
জানা দিয়েছে, ওই ব্যক্তি ঘরের ভিতর থেকে একটি কালো পলিথিনের প্লাস্টিক আটক করে ও তার কাছে থেকে একটি হরিণের চামড়া উদ্ধার করে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়।
শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বন দফতরের আধিকারিকরা খতিয়ে দেখছেন এই ব্যক্তি আসলে কার কাছে হরিণের চামড়া বিক্রি করতে চেয়েছিলেন। চামড়া কার কাছ পেয়েছেন তিনি, এর পিছনে কোন চক্র সক্রিয়, কে কে জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বন দফতরের কোনও বক্তব্য পাওয়া যায়নি ।