Suicide: বজবজ শিয়ালদা শাখায় ট্রেনের সামনে আচমকা ঝাঁপ, আত্মঘাতী মহেশতলার মহিলা
Suicide: ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। তিনি কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, পরিবারে কোনও অশান্তি হয়েছিল কি না সে ব্যাপারে খোঁজখবর শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁর পরিবারের সদস্য়দের। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: একদিন আগেই আকড়া স্টেশনের কাছে আচমকা খারাপ হয়ে গিয়েছিল একটি মালগাড়ির ইঞ্জিন। দীর্ঘক্ষণ লাইনেই আটকে ছিল ট্রেনটি। তারফলে আকড়া স্টেশনের কাছে থাকা লেভেল ক্রসিংয়ে দীর্ঘক্ষণ আটকে ছিল মালগাড়িটি। গেটের দুধারে ব্যাপক ট্র্য়াফিক জ্যাম দেখা যায়। এবার বজবজ শিয়ালদহ শাখার নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে বাটা রেল ব্রিজের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। চোখের পলকে মহিলার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় নুঙ্গি ও আকড়া স্টেশনে।
খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল পুলিশের আধিকারিকেরা। উদ্ধার করা হয় মহিলার দেহ। নিয়ে যাওয়া হয় বালিগঞ্জে। কী কারণে ওই মহিলা ট্রেনের সামনে ঝাঁপ দিলেন, কেন আত্মঘাতী হলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। তিনি কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, পরিবারে কোনও অশান্তি হয়েছিল কি না সে ব্যাপারে খোঁজখবর শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁর পরিবারের সদস্য়দের। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের আশপাশে। বাড়ি মহেশতলার ২৮ নম্বর ওয়ার্ডে। ঘটনায় শোকের ছায়া তাঁর পরিবারে।