টিকাকরণ কেন্দ্রে ‘অশান্তি’ রুখতে আইনশৃঙ্খলায় বিশেষ নজর চায় নবান্ন

Apr 29, 2021 | 9:52 PM

(Covid Vaccination) হাসপাতালগুলিতে বিক্ষোভ, অশান্তির ঘটনা রোজই ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে। ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে।

টিকাকরণ কেন্দ্রে অশান্তি রুখতে আইনশৃঙ্খলায় বিশেষ নজর চায় নবান্ন
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: কখনও কাজ করছে না কোউইন অ্যাপ। কখনও আবার রেজিস্ট্রেশন ( Covid Vaccination) করা যাচ্ছে না আরোগ্য সেতু পোর্টালে। মাঝ রাত থেকে ভ্যাকসিনের জন্য হাসপাতালগুলিতে লম্বা লাইন। তবু ফিরতে হচ্ছে প্রতিষেধক ছাড়াই। এর ফলে বাড়ছে ক্ষোভ। জায়গায় জায়গায় তার বহিঃপ্রকাশও হচ্ছে। এই অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রের আইনশৃঙ্খলা যাতে ব্যহত না হয় সেদিকে নজর দিতে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার নবান্ন থেকে এই চিঠি পাঠানো হয়েছে।

এখনও টিকার চাহিদার সঙ্গে জোগানের অনেকটা তফাৎ রয়েছে। এই ফাঁক পূরণের চেষ্টা চলছে বটে। তবে একেবারে ম্যাজিক কিছু হয়ে যাবে, মানতে নারাজ চিকিৎসকদের একাংশ। এদিকে টিকাকরণের শুরুর দিকে মানুষ টিকা নিতে যতটা অনীহা দেখিয়েছেন, এখন দ্বিগুণ আগ্রহ। ফলে কিছুটা সমস্যায় স্বাস্থ্যকেন্দ্রগুলি।

এখনও ৪৫-এর উপরে যাঁদের কোমর্বিডিটি রয়েছে এবং ষাটোর্ধ্বদের জন্য টিকাকরণ চলছে। আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি যাঁদের বয়স তাঁরাও টিকা পাবেন। অর্থাৎ দেশজুড়ে শুরু হবে তৃতীয় পর্যায়ের টিকাকরণ। এখনই সকলে টিকা পাচ্ছেন না। এরপর কী হবে তা নিয়ে রয়েছে সংশয়। বহু মানুষ টিকার লাইনে দাঁড়িয়ে এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন। কারও কারও ভাঙছে ধৈর্যের বাঁধ।

আরও পড়ুন: ফের বাড়ল সংক্রমণ-মৃত্যু, তৃতীয় পর্যায়ের টিকাকরণের আগে কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য

হাসপাতালগুলিতে বিক্ষোভ, অশান্তির ঘটনা রোজই ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে। ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে। এই আশঙ্কা থেকেই স্বাস্থ্য দফতর রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, পুলিশ প্রশাসনের যে ফিল্ড অফিসার টিকাকরণ কেন্দ্রগুলির দায়িত্বে থাকছেন, তাঁদের যেন যথাযথ নির্দেশ দেওয়া হয়। এই অতিমারি আবহে কোনওভাবেই কোথাও অপ্রীতিকর কোনও ঘটনা চাইছে না স্বাস্থ্য দফতর। সুষ্ঠু আইনশৃঙ্খলা মেনে টিকাকরণ চলুক, চায় নবান্ন।

Next Article