ফের বাড়ল সংক্রমণ-মৃত্যু, তৃতীয় পর্যায়ের টিকাকরণের আগে কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য

গত ২৪ ঘণ্টায় আরও খারাপ হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার অবস্থা (Covid Situation of Bengal)।

ফের বাড়ল সংক্রমণ-মৃত্যু, তৃতীয় পর্যায়ের টিকাকরণের আগে কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Apr 29, 2021 | 9:32 PM

কলকাতা: রোজই রেকর্ড ভাঙছে এ রাজ্যের করোনা (COVID-19) সংক্রমণ। বাড়ছে মৃত্যু মিছিলও। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি ভয়ঙ্কর। এরইমধ্যে ভ্যাকসিনের ঘাটতি বাড়িয়েছে উদ্বেগ। এবার সকলের টিকাকরণ শুরুর আগে চিঠি দিয়ে কেন্দ্রের কাছে ৩ কোটি ভ্যাকসিন চাইল রাজ্য।

আগামী ১ মে থেকে ভ্যাকসিন পাওয়ার কথা ১৮ বছর থেকে প্রত্যেক দেশবাসীর। এ রাজ্যেও তার অন্যথা হবে না। তবে গত কয়েকদিনে যে পরিমাণে ভ্যাকসিনের ঘাটতি নজরে আসছে, তাতে আদৌ এই বিপুল টিকাকরণ সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরইমধ্যে কেন্দ্রকে চিঠি দিয়ে রাজ্য জানিয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৩ কোটি ভ্যাকসিন মজুত করা হোক এ রাজ্যের জন্য। সরকারি হাসপাতালগুলির জন্য ২ কোটির ডোজ় এবং বেসরকারি হাসপাতালগুলির জন্য ১ কোটির ডোজ় চাওয়া হয়েছে। প্রায় ১.৫ কোটি মানুষের জন্য এই টিকা চেয়েছে রাজ্য।

আরও পড়ুন: হঠাৎ কী এমন ঘটল! ভোটের সকালে হন্তদন্ত হয়ে অনুব্রতের বাড়িতে ডাক্তার-নার্স

গত ২৪ ঘণ্টায় আরও খারাপ হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার অবস্থা। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯০১ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। উত্তর ২৪ পরগনায় সেই একদিনে সংক্রমণ ৩ হাজার ৯১২। মৃত ২১ জন। উদ্বেগজনক হাওড়া-হুগলি-বীরভূমের কোভিডগ্রাফও। মৃত্যু বেড়েছে হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়ায়।