‘ভোটের সঙ্গে করোনার কোনও সম্পর্কই নেই, এটা নিয়ে গবেষণা হওয়া উচিৎ’, আট দফা ভোটপর্ব শেষে ‘পরামর্শ’ দিলীপের
নতুন সরকার বিজেপিই (BJP) গড়বে, আত্মবিশ্বাসী দিলীপ। জানিয়ে দেন, সরকার গড়েই বিজেপি করোনার বিরুদ্ধে লড়াই শুরু করবে।
কলকাতা: শেষ হল আট দফা নির্বাচন (West Bengal elections 2021)। কোচবিহারের শীতলকুচি বাদ দিয়ে বিক্ষিপ্ত হিংসার আবহে এবার ভোট দেখল বাংলা। তবে ভোট ঘিরে রাজনৈতিক দলগুলির প্রচার, মিটিং-মিছিল লাগাতার করোনাকে উস্কানি দিয়ে গিয়েছে বলেই সমাজের একটা বড় অংশের বিশ্বাস। একেবারে শেষবেলায় এসে কমিশন ছোটখাটো কিছু বিধিনিষেধ জারি করেছে বটে। চিকিৎসকরা বলছেন, তাতে আর যাই হোক সংক্রমণ রোখা যায় না। তবে এসব কথা মোটে আমল দিতে চান না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোটের শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর তত্ত্ব, ভোটের সঙ্গে করোনার কোনও সম্পর্কই নেই। বরং তিনি চান, এটা নিয়ে একটা গবেষণা হোক। তাতে ‘নিন্দুক’দের মুখের উপর ‘মোক্ষম জবাব’ দেওয়া হবে।
সকলেই শান্তিপূর্ণ ভোটের জন্য চেষ্টা করেছেন। আর তার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান রাজ্য বিজেপি সভাপতি। একইসঙ্গে অভিযোগ, “কেউ কেউ এই ভোটে অশান্তি করার চেষ্টা করেছে। তবে সফল হয়নি।” দিলীপ ঘোষ বলেন, অষ্টম দফার ভোটেও তাঁদের প্রার্থী ও এজেন্টরা আক্রান্ত হয়েছেন। একাধিক বুথে এই ঘটনা ঘটেছে। তবে বীরভূম নিয়ে বিজেপি যে কিছুটা চিন্তিত ছিল, সে কথাও এদিন বলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “বীরভূম নিয়ে আমাদের ভাবনা ছিল। তবে সেই উদ্দেশ্য সফল হয়নি। ওরা বেশি কিছু করতে পারেনি।”
নতুন সরকার বিজেপিই গড়বে, আত্মবিশ্বাসী দিলীপ। জানিয়ে দেন, সরকার গড়েই বিজেপি করোনার বিরুদ্ধে লড়াই শুরু করবে। সেটাই বিজেপি সরকারের প্রথম কাজ হবে। ‘প্রচুর ঝগড়া, অশান্তি হয়েছে’। এবার দিলীপ ঘোষ চান, শান্তি। ‘সবাই মিলে সোনার বাংলা’ গড়তে। গত কয়েকদিনে বাংলা যে ভয়ঙ্কর করোনা সংক্রমণের শিকার হয়েছে, তার জন্য একটা বড় অংশ দায়ী করেছে এই ভোটকে। এমনকী রাজ্যের শাসকদল তৃণমূলও কমিশনকে বলেছিল, শেষের দফাগুলি একসঙ্গে করে দিতে। তবে বিজেপি প্রথম থেকেই, দফাওয়াড়ি ভোটের দাবিতেই অনড়। কমিশন যা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত বললেও একইসঙ্গে তুলনা টেনেছে ভোট নেই অথচ সংক্রমণের পাল্লা ভারী এমন রাজ্যগুলির।
আরও পড়ুন: বেঁচে থাকার কঠিন লড়াই! ‘কোভিড রোগীরই সেবা করব, দয়া করে কাজটা কেড়ে নেবেন না’
এদিনও দিলীপ ঘোষ বলেন, “কলকাতায় ভোট কম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় করোনার ভয় দেখিয়েছেন বলে কম হতে পারে। তবে আমি মনে করি, নির্বাচনের সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই। এটা নিয়ে গবেষণা করা উচিত।” ‘গরুর দুধে সোনা’ হোক বা ‘করোনা’ —দিলীপ ঘোষের এ ধরনের তত্ত্বে তিনি চিরকালই ভরসা রাখেন গবেষণার উপর।