Tala OC: অভিজিৎ মণ্ডল জেলে, নতুন ওসি পেল টালা থানা

Aritra Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 26, 2024 | 6:45 PM

Tala OC: টালা থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে আরজি কর কাণ্ডে। অনেকদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল টালা থানায়। চিকিৎসকের মৃত্যুর ঘটনার দিন পুলিশ যে ভূমিকা নেয়, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Tala OC: অভিজিৎ মণ্ডল জেলে, নতুন ওসি পেল টালা থানা
টালা থানা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আরজি কর কাণ্ডের আবহে বারবার শিরোনামে এসেছে টালা থানা। এই থানার অধীনেই পড়ে আরজি কর মেডিক্যাল কলেজ। সেই থানাতেই এবার দায়িত্ব পেলেন নতুন ওসি। মলয়কুমার দত্তকে টালা থানার ওসি-র দায়িত্ব দেওয়া হল।

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে তিলোত্তমা খুন ও ধর্ষণ-কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জেলে আছেন তিনি। সিবিআই-এর হাতে অভিজিৎ মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে টালা থানায় অ্যাডিশনাল ওসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন মলয় দত্ত। এর আগে তিনি কলকাতার শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি হিসাবে কর্তব্যরত ছিলেন। আজ, বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে মলয় দত্তের নাম জানানো হয়েছে।

গ্রেফতার হওয়ার আগে গত ৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ। বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তিও হন তিনি। তারপরই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল মলয় দত্তকে। পরে আরজি কর কাণ্ডে সরাসরি জড়িয়ে পড়ে সেই অভিজিৎ মণ্ডলের নাম।

শুধু তাই নয়, আরজি কর কাণ্ডে টালা থানাতেই তথ্য প্রমাণ বদলে ফেলা হয়েছে বা ভুয়ো রেকর্ড তৈরি করা হয়েছে বলে দাবি করেছে সিবিআই। অভিজিৎ মণ্ডলের জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই এই অভিযোগ জানিয়েছে আদালতে। এরপর আদালত ফের জেল হেফাজতের নির্দেশ দেয়।

উল্লেখ্য, বৃহস্পতিবারই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন অভিজিৎ মণ্ডল। প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি আছেন তিনি।

Next Article