Mamata Banerjee: হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে এবার থেকে কারা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Sep 26, 2024 | 8:12 PM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী জানান, নিরাপত্তা নিয়ে সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে পরিকাঠামোর উন্নয়নের জন্য। বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বলা হয়েছে। রোগী কল্যাণ সমিতির মাথায় থাকবেন সংশ্লিষ্ট মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ।

Mamata Banerjee: হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে এবার থেকে কারা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নবান্নে স্বাস্থ্য বৈঠক। বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা ছিলেন বৈঠকে। ছিলেন বিভাগীয় প্রধান, সিএমওএইচ, বিএমওএইচ, জেলাশাসক, পুলিশসুপারদের নিয়ে এই বৈঠক হয়। বৃহস্পতিবার নবান্নে এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। জানান, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রেস্টরুম, ওয়াশরুম, সিসিটিভির জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি থাকা। এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরাই।

মুখ্যমন্ত্রী জানান, নিরাপত্তা নিয়ে সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে পরিকাঠামোর উন্নয়নের জন্য। বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বলা হয়েছে। রোগী কল্যাণ সমিতির মাথায় থাকবেন সংশ্লিষ্ট মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সদস্য হিসাবে থাকবেন এমএসভিপি। একজন জুনিয়র ডাক্তার, একজন সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধান, সিস্টারের তরফে একজন। থাকবেন একজন করে পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তাঁরাই হাসপাতালের দায়িত্ব গ্রহণ করবেন।” মুখ্যমন্ত্রী জানান, এদিনের বৈঠক পজিটিভ হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট যা বাদ দিতে বলেছে, তা বাদ দিয়ে ‘রাত্তিরের সাথী’ দ্রুত চালু করা হচ্ছে। নিরাপত্তা, নির্মাণের কাজ করছেন যাঁরা, তাঁদেরও বিস্তারিত রাখতে বলা হয়েছে।

Next Article