কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের গণনা পর্ব এখনও চলছে। তবে গণনার ট্রেন্ড অনুযায়ী অধিকাংশ জেলাতেই এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দার্জিলিং ও কালিম্পং ছাড়া বাকি জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের দখল ঘাসফুল শিবিরেরই থাকবে। তা স্পষ্ট হতেই টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই টুইটে রাজ্য সরকারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ বিরোধীদের। বিরোধীদের অপপ্রচারে মানুষ যে কান দেয়নি। এমন দাবিও টুইটে করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিষেক টুইটে লিখেছেন, “তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য ভিত্তিহীন যে প্রচার চলেছে, তা প্রভাবিত করতে পারেনি ভোটারদের। মানুষকে অনেক ধন্যবাদ ‘নো ভোট টু মমতা’ প্রচারকে ‘নাও ভোট ফর মমতা’তে পরিণত করার জন্য।” পঞ্চায়েত ভোটের এই ফল আগামী বছর লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলকে এগিয়ে রাখবে বলেও মনে করেন অভিষেক। এই ‘ভালবাসা’ দেওয়ার জন্য গ্রাম বাংলার মানুষকে ধন্যবাদও জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
Grateful to the people for converting Oppn’s ‘NO VOTE TO MAMATA’ campaign to ‘NOW VOTE FOR MAMATA.’
With unwavering support to #TrinamooleNaboJowar, we’ll surely have a roaring mandate, paving the way for LS elections. Bengal, I thank you for all the love. #GramBanglayTMC (2/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) July 11, 2023
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “২০২৪ সালে কথা হবে। ডায়মন্ড হারবারে মেরে এনআরএসে ঢুকিয়েছে। টুইট করতে লজ্জা লাগে না?”