কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প পথের কথা বলেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেবল যোগ্যরাই, তাঁর চিন্তায় রয়েছেন অযোগ্যরাও। মমতা বলেন, ‘‘আগে যোগ্যদের বিষয়টি মিটে যাক। তার পর যাদের ‘অযোগ্য’ বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী কী তথ্য আছে আমি দেখব।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আবার আপনাদের ডাকব। সত্যি যদি তাঁরা ‘অযোগ্য’ বলে প্রমাণিত হন, আমার তখন কিছু করার থাকবে না। কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে, কে তদন্ত করেছে, আলাদা করে সেটা দেখতে হবে। আলাদা করে সেটা নিয়ে আমি কথা বলব। সকলে নিশ্চিন্তে থাকুন। যোগ্য-অযোগ্যের মধ্যে গোলমাল লাগাবেন না। নিশ্চিন্ত ভাবে আপনারা শিক্ষা দিন, শিক্ষিত করুন।’’
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার জন্য আবেদন জানাবে রাজ্য। যাঁরা যোগ্য, তাঁদের চাকরি না কেড়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য, এই আবেদন করা হচ্ছে। চাকরিহারাদের জন্য রাজ্যের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিঙ্ভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণরা, জানিয়েছেন মমতা। যদি সুপ্রিম কোর্টে ইতিবাচক না হয়, তাহলেও তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, “সুপ্রিম কোর্টের আইন মেনেই বলছি, আমাদের প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান সি রেডি,… এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনওভাবেই না যায়…তার ব্যবস্থা করব।”