Police Constable Recruitment, Mamata Banerjee: রাজ্যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা মমতার, সুযোগ বাড়ল অনেকের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 31, 2022 | 11:43 PM

Mamata Banerjee: এতদিন পর্যন্ত রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৭ বছর। সেখান থেকে বাড়িয়ে কনস্টেবল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Police Constable Recruitment, Mamata Banerjee: রাজ্যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা মমতার, সুযোগ বাড়ল অনেকের
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা : সামনেই দুর্গাপুজো। এই বছর পুজো শুরুর এক মাস আগে থেকেই অর্থাৎ ১ সেপ্টেম্বর (আগামিকাল) থেকেই শুরু হয়ে যাচ্ছে কলকাতার দুর্গোৎসব। আগামিকাল আবার রাজ্যে পুলিশ দিবসও। আর তার আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৭ বছর। সেখান থেকে বাড়িয়ে কনস্টেবল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, কমপ্যাশনেট গ্রাউন্ডে নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ, কোনও পুলিশকর্মী কর্তব্যরত অবস্থায় মারা গেলে, তাঁর পরিবারের কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হবে। বিশেষ করে পুলিশের নিয়োগের ক্ষেত্রে শারীরিক যে মাপকাঠি রাখা হয়, সেই ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ বা এনভিএফ হিসেবে যাঁরা করেন, তাঁরা এতদিন ২৭ বছর বয়স পর্যন্ত পদোন্নতির আবেদন করতে পারতেন। এখন থেকে তা বাড়িয়ে ৩৫ বছর করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি পুলিশের চুক্তি ভিত্তিক গাড়িচালকদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ক্ষেত্রে চুক্তিভিত্তিক চালকরা ১১ হাজার ৫০০ টাকা করে পেতেন এতদিন। সেই টাকা বাড়িয়ে ১৩ হাজার ৫০০ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রেও চুক্তিভিত্তিক গাড়িচালকদের বেতন ১৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার কথা জানিয়েছেন তিনি।

আরও একগুচ্ছ ঘোষণার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ওয়ারলেস অপারেটরদের প্রমোশনের কথা নিয়েও ইতিবাচক চিন্তাভাবনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি কলকাতা পুলিশের জন্য ইউনিফর্ম ভাতার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী অর্থবর্ষ থেকে ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকরা ১০ হাজার টাকা, সাব ইনস্পেক্টররা সাড়ে সাত হাজার টাকা, এএসআইরা ৬ হাজার টাকা, কনস্টেবলরা ৫ হাজার টাকা করে পাবেন।

Next Article