Mamata Banerjee: ‘দুয়ারে সরকারে’ গিয়েও কাজ হয়নি? ‘বঞ্চিতদের’ জন্য এবার নতুন কর্মসূচি মমতার

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Jan 16, 2024 | 5:14 PM

Duare Sarkar: রাজ্যে তো দুয়ারে সরকার রয়েছে। তারপরও কেন এই কর্মসূচির ঘোষণা করছে রাজ্য সরকার? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'অনেকে ব্লকে যেতে পারেন না। দুয়ারে সরকারে হয়ত গিয়েছেন, কাজটা হয়নি। নীচুতলায় কিছু লোক তো আছে, আপনারা জানেন। উপর তলায় যেমন একাংশ আছেন, নীচু তলাতেও একাংশ আছেন। কাজ না করে মানুষকে বার বার করে ঘোরান।'

Mamata Banerjee: দুয়ারে সরকারে গিয়েও কাজ হয়নি? বঞ্চিতদের জন্য এবার নতুন কর্মসূচি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সরকারি বিভিন্ন পরিষেবা রাজ্য়বাসীর আরও নাগালের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচি চালাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ইতিমধ্যেই ব্যাপক সারা ফেলে দিয়েছে রাজ্যে। এমনকী বাইরের রাজ্যেও চর্চা হয় এই কর্মসূচি নিয়ে। এবার দুয়ারের সরকার ছাড়াও আরও একটি সরকারি কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোষাকি নাম দিয়েছেন ‘জনসংযোগ কর্মসূচি’। দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েও যাঁদের কাজ হয়নি, তাঁদের জন্য এই বিশেষ সুবিধা আনছে রাজ্য সরকার। রাজ্যবাসী এবার নিজেদের সমস্যা বা অভিযোগের কথা জানাতে পারবেন এই জনসংযোগ কর্মসূচির ক্যাম্পে।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নতুন এই জনসংযোগ কর্মসূচির কথা। জানালেন, আগামী ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি পোলিং স্টেশন অনুযায়ী হবে এই নতুন কর্মসূচি। প্রতিটি জায়গায় তিন জন করে সরকারি অফিসার বসবেন। রাজ্যে তো দুয়ারে সরকার রয়েছে। তারপরও কেন এই কর্মসূচির ঘোষণা করছে রাজ্য সরকার? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘অনেকে ব্লকে যেতে পারেন না। দুয়ারে সরকারে হয়ত গিয়েছেন, কাজটা হয়নি। নীচুতলায় কিছু লোক তো আছে, আপনারা জানেন। উপর তলায় যেমন একাংশ আছেন, নীচু তলাতেও একাংশ আছেন। কাজ না করে মানুষকে বার বার করে ঘোরান। তাই আমরা আবার পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রতিটি পোলিং স্টেশন অনুযায়ী তিন জন করে অফিসার বসবেন।’

যদি কারও তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র সংক্রান্ত কোনও অভিযোগ থাকে, কিংবা যদি  কেউ রেশন পাচ্ছেন না বলে অভিযোগ থাকে, সেই সব কথা এই জনসংযোগ কর্মসূচির ক্যাম্পে জানানো যাবে। এছাড়া যদি কেউ কৃষক ভাতা থেকে বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে ‘বঞ্চিত’ হন, তাঁদেরও এই জনসংযোগ কর্মসূচিতে নাম লেখানোর পরামর্শ দেন মমতা। বললেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’

Next Article