Primary: ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে!’ প্রাইমারিতে কোনও বদল নয়, সাফ জানালেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 02, 2025 | 3:22 PM

Primary: সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, প্রাথমিক স্কুলে এবার চালু হবে সেমিস্টার পদ্ধতি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২ বার পরীক্ষা হবে।

Primary: টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে! প্রাইমারিতে কোনও বদল নয়, সাফ জানালেন মমতা
ব্রাত্যকে ভর্ৎসনা মমতার
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: প্রাথমিক স্কুলে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, অথত জানেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদপত্রে পড়ে, সে কথা জানতে পেরেছেন তিনি। তাঁকে না জানিয়েই কেন শিক্ষা ব্যবস্থায় নতুন পলিসি চালু করা হল, তা নিয়ে সরাসরি শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা করলেন মমতা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বসে ব্রাত্য বসুকে কড়া বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন, কোনও সেমিস্টার প্রথা চালু করা যাবে না।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে জানান, প্রাথমিক স্কুলে এবার চালু হবে সেমিস্টার পদ্ধতি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২ বার পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি ক্রেডিট সিস্টেম চালু করার কথাও বলা হয়। সেই সিদ্ধান্ত নিয়েই এদিন মমতার ভর্ৎসনার মুখে পড়তে হল ব্রাত্য বসুকে।

এদিন মমতা ব্রাত্যকে বলেন, “কাগজে দেখলাম, প্রাথমিক স্তরে সেমিস্টার চালু হচ্ছে। আমি জানতাম না। মুখ্য সচিবও জানতেন না। পলিসি তৈরি করার আগে কেন জানানো হল না?”

ভর্ৎসনার মুখে ব্রাত্য জানালেন, মমতা নির্দেশ দিলে, তবেই নির্দেশিকা জারি হবে। তার আগে নয়। এরপরই মমতা বলেন, “আগে সংবাদমাধ্যমে জানানো হল কেন? কোনও পলিসি করলে আমাদের আগে জানাতে হবে।”

সেমিস্টার প্রথা প্রসঙ্গে মমতা সাফ বললেন, “ওটা হবে না। আমি চাইছি শিশুদের ভার কমাতে। কাঁধের ব্যাগ কমাতে। ওইটুকু বাচ্চারা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে! ওয়ানের বাচ্চা সেমিস্টার দেবে? কলেজে যা হয়, স্কুলে তা হয় না। যা চলছে, তাই চলবে।”

ব্রাত্যকে স্পষ্ট বললেন, “শিক্ষার ব্যাপারে কোনও পলিসি নিলে, সংবাদমাধ্যমে জানানোর আগে আমাদের জানান। খবর খাইয়ে দিলেই চলবে না।”

Next Article