কলকাতা: বিচার ব্যবস্থার একাংশের উপর বিজেপি চাপ তৈরি করে, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “আমি সংবিধানকে সম্মান করি। বিচারব্যবস্থাকে সম্মান করি। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কোনও মন্তব্য করব না। কিন্তু এখানে কিছু নিম্ন আদালত আছে। বিজেপির পার্টি অফিস থেকে নির্দেশ আসে। ড্রাফ্টিংও চলে আসে। আবার বলে, আমরা তো কিছু করিনি, কোর্ট করেছে। আদালত কী করবে? ওদের কথা না শুনলে বদলি করিয়ে দেবে। প্রধান বিচারপতি হওয়ার থাকলে ৭৫ দিন নষ্ট করে দেবে।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থায় আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়েও বলেন। বলেন, “আমি একটা জিনিস দেখেছি, যিনি পুলিশে কাজ করেন, সরকারি অফিসে কাজ করেন, এমনকী বিচারব্যবস্থায় যুক্ত। একজন পদাধিকারীকে তো অন্তত আঞ্চলিক ভাষা বুঝতে হবে। কারণ, সকলে তো ইংরাজি জানেন না।”
মমতার কথায়, কেউ তামিলনাড়ু থেকে এসেছেন, কেউ গুজরাট, কেউ উত্তর প্রদেশ থেকে এসেছেন। প্রধান বিচারপতির পরের জন যিনি অন্তত ওনাকে তো আঞ্চলিক ভাষা জানা করুন। সেটাও করা হয় না। বরং তেমন কেউ থাকলে তাঁকে সরিয়ে নেওয়া হয় বলে দাবি করেন মমতা। যদিও এদিন বারবারই মমতা বলেন, সুপ্রিম কোর্ট নিয়ে কোনও মন্তব্যই তিনি করছেন না।