ED Raid in Ration Scam: বিজয়ার মিষ্টিমুখের নামে বার বার মন্ত্রীর বাড়ির বাইরে জটলা! বিরক্ত ED

সুজয় পাল | Edited By: Soumya Saha

Oct 26, 2023 | 6:38 PM

ED Raid: সন্ধেয় হঠাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ডাক পড়ে তাঁর পিএসও-র। সন্ধেয় মন্ত্রীর বাড়িতে ঢোকেন তিনি। কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়েও আসেন। সূত্রের খবর, মিষ্টিমুখের নাম করে বার বার এভাবে বাড়ির বাইরে ভিড় করায় তদন্তে সমস্যা হচ্ছে ইডির অফিসারদের।

ED Raid in Ration Scam: বিজয়ার মিষ্টিমুখের নামে বার বার মন্ত্রীর বাড়ির বাইরে জটলা! বিরক্ত ED
ইডির তদন্ত
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। একযোগে তল্লাশি রাজ্যের ১২ জায়গায়। তালিকায় মন্ত্রীর পৈতৃক বাড়ি, আপ্তসহায়কের বাড়ি, মন্ত্রীর সিএ-র বাড়ি। অভিযান চলেছে মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীর বাড়িতেও। আর এসবের মধ্যেই তৃণমূলের একের পর এক নেতা-নেত্রীকে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয়র বাড়ির সামনে। প্রথমে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সঙ্গে ছিলেন অন্যান্য কাউন্সিলররাও।

এরপর বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ জ্যোতিপ্রিয়র বাড়ির সামনে আরও দলীয় সহকর্মীদের ভিড়। বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়র অনিতা মণ্ডল এবং মিনু চক্রবর্তী। সব্যসাচী থেকে শুরু করে অনিতা মণ্ডল… সকলেরই মুখে একটাই কথা। তাঁরা নাকি জানতেনই না তল্লাশি চলছে। কিছু না জেনেই তাঁরা মিষ্টি হাতে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে চলে এসেছেন মন্ত্রীমশাইয়ের বাড়িতে। এদিকে জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশির সময়, বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া পাহারা। কেউই ঢুকতে পারেননি ভিতরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যথারীতি তাঁদের অনুমতি দেননি।

এরপরই সন্ধেয় হঠাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ডাক পড়ে তাঁর পিএসও-র। সন্ধেয় মন্ত্রীর বাড়িতে ঢোকেন তিনি। কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়েও আসেন। সূত্রের খবর, মিষ্টিমুখের নাম করে বার বার এভাবে বাড়ির বাইরে ভিড় করায় তদন্তে সমস্যা হচ্ছে ইডির অফিসারদের। পিএসও-র মাধ্যমে সেই বার্তাই ইডির তরফে পুলিশকে জানানো হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি এই বিষয়টি নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটকে মেলও করা হয়েছে বলে সূত্রের দাবি।

Next Article