Mamata Banerjee: ‘দুঃখ একটাই’, জয়ের বর্ষপূর্তিতে বললেন মমতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 02, 2023 | 6:55 PM

Mamata Banerjee: বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, 'বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে। সেই বাংলায় কিছু মানুষ কুৎসিত ভাষা ব্যবহার করছে। কুৎসা, অপপ্রচারের মধ্যে দিয়ে মিথ্যাচার করছে।'

Mamata Banerjee: দুঃখ একটাই, জয়ের বর্ষপূর্তিতে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা :  ২০২১ সালে অর্থাৎ দু বছর আগে ঠিক এমন দিনেই তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। সেই জয়ের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকারকে আক্ষেপের সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়! একদিকে রাজ্য সরকারের প্রকল্পগুলির কথা উল্লেখ করার পর তিনি মনে করিয়ে দিয়েছেন, কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না। বিজেপি সরকারকে ‘নৃশংস’ বলে উল্লেখ করে মমতা ফের একবার পরিবর্তনের ডাক দিয়েছেন এদিন। ২০২১ সালের ২ মে প্রকাশিত হয়েছিল বিধানসভা নির্বাচনের ফলাফল। নন্দীগ্রাম কেন্দ্রে মমতা নিজে হেরে গেলেও বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। এই দিনটিকে তাই মা-মাটি-দিবস হিসেবে পালন করে দল।

ভিডিয়ো বার্তায় এদিন মমতা বলেন, “অনেক ঝড় পেরিয়ে মানুষ দায়িত্ব দিয়েছিলেন আমাদের। বাংলাকে আমরা অনের দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। বাংলা আজ বিশ্বের দরবারে বন্দিত হচ্ছে। কৃষকদের আয় বেড়েছে। পর্যটন থেকে পুজো সব ক্ষেত্রেই এগিয়ে গিয়েছে রাজ্য। বদলে গিয়েছে বাংলার অর্থনীতিও।” তবে কেন্দ্রীয় সরকার নিয়ে তাঁর আক্ষেপ রয়েই গিয়েছে।

মমতা বলেন, “দুঃখ একটাই। ভেবেছিলাম সহানুভূতি পাব, কেন্দ্র থেকে অন্তত নায্য টাকাটা পাব। কিন্তু সে সব পাইনি।” ১০০ দিনের কাজের টাকা নিয়ে এদিন ফের কেন্দ্রকে বিঁধেছেন মমতা। তাঁর দাবি, যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রতি তিনি সহমর্মী, কারণ তাঁরা কাজ করেও টাকা পাননি।

একই সঙ্গে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথীর মতো সরকারি প্রকল্পের জন্য তিনি গর্বিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘার মতো পর্যটন স্থল অথবা তারাপীঠ, কঙ্কালিতলা, দক্ষিণেশ্বর, জল্পেশ মন্দির বা ফুরফুরা শরিফের মতো ধর্মীয় স্থানের উন্নয়নেও তিনি অনেক কাজ করেছেন বলে জানিয়েছেন মমতা।

বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে। সেই বাংলায় কিছু মানুষ কুৎসিত ভাষা ব্যবহার করছে। কুৎসা, অপপ্রচারের মধ্যে দিয়ে মিথ্যাচার করছে। দুর্যোধন, দুঃশাসনের মতো আচরণ করছে। যাদের কাজ হচ্ছে কোনও উন্নয়ন নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানকে কটাক্ষ করে ঝুঠকি বাত বলে উল্লেখ করেছেন মমতা। তিনি বলেন, “আমাদের লড়তে হচ্ছে মানি পাওয়ার, মাসল পাওয়ার, মাফিয়া পাওয়ারের সঙ্গে। একটা নৃশংস, ভয়ঙ্কর সরকারের সঙ্গে। দেশে পরিবর্তন জরুরি। ২০২৪-এ দেশে হবে পরিবর্তনের ভোট।”

Next Article