‘আমিও বস্তা ভরে ইডির কাছে কাগজ পাঠাতে পারি’, হুঁশিয়ারি মমতার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 28, 2021 | 6:51 PM

ইডি থেকে মানবাধিকার কমিশন, একাধিক ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমিও বস্তা ভরে ইডির কাছে কাগজ পাঠাতে পারি, হুঁশিয়ারি মমতার
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ‘মহিলা-কাণ্ডে অনেক বিজেপি নেতার নাম জড়িয়েছে, আমি কখনও কাউকে গ্রেফতার করিনি।’ বিজেপিকে কটাক্ষ করে এমটাই বললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃনমূলের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের সংঘাত অন্য মাত্রায় পৌঁছেছে গত বিধানসভা নির্বাচনের (Assembly Election) পর থেকে। ভোট পরবর্তী হিংসার তদন্তে মানবাধিকার কমিশনের (NHRC) সদস্যদের পাঠানো নিয়েও বারবার সরব হয়েছেন মমতা। আর এ বার একদিকে যখন সেই ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করেছে সিবিআই, তখনই কেন্দ্রীয় সরকারকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে তাই পাল্টা অভিযোগের কথা বললেন তিনি।

রাজ্যে যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করছে, তখন মমতা এ দিন বলেন, ‘আমি ইডির কাছে বস্তা ভরে কাগজ পাঠাব। আমরাও কোর্টে যেতে পারি। সব কিছু ম্যানেজ করা যায় না। সব ম্যানেজ করা অত সহজ নয়।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক পথে লড়ার বার্তা দেন বিজেপিকে। তিনি বলেন, ‘অভিষেক, সুব্রত বক্সি, কল্যান বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে রাজনৈতিক পথে লড়ুন।’ গেরুয়া শিবিরকে মমতার সাফ বার্তা, ‘ভুলে যাবেন না আজও কিছু কিছু লোক আছে যারা কথা বলতে ভয় পান না।’ তাঁর কথায়, রাজনীতি প্রতিহিংসার জন্য নয়। তিনি মনে করেন, রাজনৈতিক পথে লড়তে না পেরেই প্রতিহিংসার পথে হাঁটছে বিজেপি। উল্লেখ্য, সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা-কেলেঙ্কারিতে নোটিস পাঠিয়েছে ইডি।

দলীয় তহবিলের টাকা প্রসঙ্গে মমতার দাবি, ‘চাঁদা চাইতে আমারও ভালো লাগে না। তাহলে নির্বাচন কমিশন দায়িত্ব নিক। রাজনৈতিক দলগুলো শুধু ভাষণ দেবে। একই সঙ্গে পিএম কেয়ারের টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দলীয় তহবিলের টাকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনাদের কাছে কয়েক হাজার কোটি টাকা কী ভাবে এল? পিএম কেয়ারে অত টাকা কী করে গেল? আমরা কি ইডি দিয়ে তদন্ত করাব?’ ভ্যাকসিনের টাকা নেই বলেও কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন তিনি।

মানবাধিকার কমিশন নিয়ে আগেও একাধিকবার তোপ দেগেছেন মমতা। আজ ফের একবার তিনি বললেন, ‘মানবাধিকার কমিশনে সব বিজেপির মেম্বার। যে রিপোর্ট দিয়েছে সেও একজন বিজেপি, আমি প্রমাণ করে দিতে পারি।’ এ দিন ফের একবার দাবি করেন মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী ভোট পরবর্তী হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১৬ জনই তৃণমূলকর্মী। মমতার প্রশ্ন, ‘মানবাধিকার কমিশন নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বিজেপি নেতাকে গিয়ে কেন সব জায়গায় ঘোরা হল?’ ত্রিপুরা নিয়েও এ দিন সরব হন তিনি বলেন, ‘মানবাধিকার কমিশন শুধু বাংলার জন্য। ত্রিপুরার জন্য নয় কেন? সেখানে আমাদের মহিলারা রোজ মার খাচ্ছে। মাথায় আঘাত করে রক্তপাত ঘটানো হচ্ছে।’

আরও পড়ুন: কয়লাকাণ্ড বিজেপির ‘নেংটি ইঁদুর’, এজেন্সি লেলিয়ে দিচ্ছে কেন্দ্র, তীব্র প্রতিক্রিয়া মমতার

Next Article