Ganesh Banerjee admitted to SSKM: বুকে ব্যাথা নিয়ে এসএসকেএমে মুখ্যমন্ত্রীর ভাই, দেখতে হাসপাতালে ছুটলেন উদ্বিগ্ন মমতা

Mamata Banerjee: হৃদরোগে আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Ganesh Banerjee admitted to SSKM: বুকে ব্যাথা নিয়ে এসএসকেএমে মুখ্যমন্ত্রীর ভাই, দেখতে হাসপাতালে ছুটলেন উদ্বিগ্ন মমতা
উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2021 | 7:20 PM

কলকাতা : হৃদরোগে আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই গণেশ বন্দ্যোপাধ্যায় (Ganesh Banerjee)। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বেশ কিছুক্ষণ কথাও বলেন এসএসকেএমের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শনিবার হঠাৎই বুকে ব্যাথা অনুভব করতে শুরু করেন গণেশ বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই দেরি না করে তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। হাই প্রোফাইল রোগীকে ভরতি করার সঙ্গে সঙ্গেই একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

আজ বিকেলে ভাইকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সময় সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এদিকে হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে গণেশ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে। জানা গিয়েছে, আগামিকাল তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হতে পারে। তবে গোটা প্রক্রিয়াটাই নির্ভর করছে গণেশ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা আগামিকাল কেমন থাকছে, তার উপর।

এদিকে আজ মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কিছু সময় পরেই গণেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদও বেশ কিছুক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর ভাইয়ের শরীর এখন কেমন রয়েছে, সেই সব খোঁজখবর নেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালেরই মে মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য এক ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ মাস কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়েছিলেন তিনি। চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। প্রায় এক মাসের লড়াই শেষে মৃত্যু হয় অসীম বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন : Tv9 Bangla Reporter attacked: সত্যি উদঘাটনে মার খেতে হল আমাদের প্রতিনিধিকে, তীব্র নিন্দায় টিভি ৯ বাংলা

আরও পড়ুন : Tv9 Bangla Reporter attacked: অ্যাম্বুলেন্সের দালালচক্রের পর্দাফাঁস! নিগৃহীত টিভি ৯ বাংলার প্রতিনিধি ও ক্যামেরা ম্যান