21st July: মমতা ‘আদিবাসী-বিরোধী’? কড়া ভাষায় পাল্টা তোপ নেত্রীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 21, 2022 | 3:28 PM

Mamata Banerjee: একুশের মঞ্চ থেকে মমতা বোঝালেন, তিনি বারবার দাবি করা সত্ত্বেও আদিবাসীদের অধিকার দিচ্ছে না কেন্দ্র।

21st July: মমতা আদিবাসী-বিরোধী? কড়া ভাষায় পাল্টা তোপ নেত্রীর
২১-এর সভামঞ্চে মমতা

Follow Us

কলকাতা : কখনও ধামসা মাদলের তালে নাচতে দেখা গিয়েছে মমতাকে। আবার নিজে বইও লিখেছেন সাঁওতালি ভাষায়। তা সত্ত্বেও আদিবাসী-বিরোধী বলে কটাক্ষ করা হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থীকে সমর্থন না করায় রীতিমতো পোস্টার পড়েছিল মমতার নামে। এ নিয়ে এত দিন কিছু বলতে শোনা যায়নি তাঁকে, তবে একুশের মঞ্চ থেকে দিলেন জবাব। কড়া ভাষায় দাবি করলেন, কেন্দ্রীয় সরকারই আদিবাসীদের কথা ভাবে না। তাঁর দাবি, কেন্দ্র কিছু করেনি, বরং তাঁরাই বারবার সরব হয়েছেন। সেই সঙ্গে আদিবাসী দিবস কী ভাবে পালন করা হবে, সে ব্যাপারেও নির্দেশ দিলেন তিনি।

বৃহস্পতিবার ২১ জুলাই, শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো জানালেন, ৯ অগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করবে বাংলা। জেলায় জেলায় আদিবাসীদের অভ্যর্থনা জানানো হবে ওই দিন। সেই সঙ্গে সময়ও বেঁধে দিলেন তিনি। কারণ এ বছর ৯ অগস্টেই পালিত হবে মহরম। দুটি অনুষ্ঠান যাতে আলাদাভাবে সম্পন্ন হয়, সেই বার্তাই দিলেন নেত্রী।

একই সঙ্গে আদিবাসী ইস্যুতে কড়া আক্রমণ শানালেন নেত্রী। স্পষ্ট ভাষায় বললেন, ‘বারবার বলছি আদিবাসীদের অধিকার দাও, কিছুতেই দিচ্ছে না।’ আদিবাসীদের সারি ধর্ম ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হয়েছেন তিনি। ইতিমধ্যে, রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার এনডিএ প্রার্থী করেছে ওড়িশার বাসিন্দা দ্রৌপদী মুর্মুকে। তাঁকে সমর্থন না করায় মমতাকে আদিবাসী-বিরোধী তকমা দিয়েছেন কেউ কেউ। এ দিন মঞ্চ থেকে মমতা বলেন, ‘ট্রাইবাল কার্ড খেলছে বিজেপি।’ তাঁর দাবি, ধর্ম-জাতি নিয়ে রাজনীতি করলেও কাউকেই আদতে সম্মান দিচ্ছে না বিজেপি। তিনিই যে প্রকৃত সম্মান দিচ্ছেন, সেটাই এ দিন বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর, মালদহে মমতাকে আদিবাসী-বিরোধী বলে পোস্টার পড়ে। শুধু তাই নয়, তৃণমূল যে আদিবাসী বিরোধী,  সেটা বারবার প্রচারকরেছে গেরুয়া শিবিরও।

Next Article