Mamata Banerjee: ‘অখিল অন্যায় করেছে, দলের তরফে আমি ক্ষমা চাইছি’, রাষ্ট্রপতি-বিতর্কে ৭২ ঘণ্টা পর নীরবতা ভাঙলেন মমতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 14, 2022 | 11:45 PM

Mamata Banerjee: মমতা বলেন, "আমরা এটিকে নিন্দা করেছি এবং দলের তরফে ওকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমার ওর এই মন্তব্যকে সমর্থন করি না। ওকে বলে দেওয়া হয়েছে, এই ধরনের মন্তব্য যেন আর না করেন।"

Mamata Banerjee: অখিল অন্যায় করেছে, দলের তরফে আমি ক্ষমা চাইছি, রাষ্ট্রপতি-বিতর্কে ৭২ ঘণ্টা পর নীরবতা ভাঙলেন মমতা
অখিলের মন্তব্য প্রসঙ্গে মমতা

Follow Us

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) নিয়ে সম্প্রতি রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) যে মন্তব্য করেছিলেন, তাতে উত্তাল হয়েছে গোটা বাংলা। পুড়েছে কুশপুতুল। রাস্তার উপর পুড়েছে টায়ার। প্রশ্ন উঠেছে, কেন মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে মুখ খুলছেন না? এবার সেই ইস্যুতে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানালেন, “রাষ্ট্রপতিকে আমরা সকলেই শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি ভীষণ সম্মানীয় একজন। তাঁর সম্পর্কে অখিলের এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। আমরা এটিকে নিন্দা করেছি এবং দলের তরফে ওকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমার ওর এই মন্তব্যকে সমর্থন করি না। ওকে বলে দেওয়া হয়েছে, এই ধরনের মন্তব্য যেন আর না করেন।”

রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে রাজ্যের মন্ত্রী যে মন্তব্য করেছেন তার নিন্দা করে মমতা বলেন, ” আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব সম্মান করি। আমি মনে করি, সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না। সৌন্দর্য শুধুমাত্র দেখার মধ্যে হয় না। সৌন্দর্য হল ভিতরের সৌন্দর্য। তিনি খুব ভাল, খুব সুন্দর মহিলা। আমি ওনাকে খুব পছন্দ করি। এটা অখিল অন্যায় করেছে। আমি ক্ষমা চাইছি আমার দলের তরফ থেকে। আমার কাউকে ব্যক্তি আক্রমণ করি না। এটা দলের সংস্কৃতি নয়। আমরা তাঁকে সতর্ক করে দিয়েছি, যাতে এমন কাজ ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে আবার হলে দল যথাযথ ব্যবস্থা নেবে।”

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের সময় থেকেই দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গে তিনি অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “মহিলা প্রার্থী হলে আমি সবসময় রাজি।” সঙ্গে সেই সময় মমতা আরও বলেছিলেন, “বিজেপি যদি আগে থেকে জানাত একজন আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, তাহলে আমরাও বিরোধী ১৬-১৭ টি দল মিলে চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে একটা সিদ্ধান্ত নিতে পারতাম। তাহলে দেশের পক্ষে ভাল হত।” এবার অখিল গিরির মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা জানিয়ে দলের তরফ থেকে ক্ষমা চেয়ে নিলেন মমতা। বুঝিয়ে দিলেন, অখিলের মন্তব্যে কোনওভাবেই অনুমোদন নেই দলের।

Next Article