Mamata Banerjee: গুজরাটে সেতু বিপর্যয়ে সুপ্রিম কোর্টের অধীনে বিচারবিভাগীয় কমিশনের দাবি মমতার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 02, 2022 | 3:27 PM

Mamata Banerjee: মমতার আরও বক্তব্য়, "কোনও অভিজ্ঞতা নেই, এমন সংস্থাকে কাজ দিয়ে দেওয়াটা ঠিক না। এতজন মানুষের জীবন নিয়ে খেলা করা হয় এমন করলে।"

Mamata Banerjee: গুজরাটে সেতু বিপর্যয়ে সুপ্রিম কোর্টের অধীনে বিচারবিভাগীয় কমিশনের দাবি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে বুধবার দুপুরে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কলকাতা বিমানবন্দরের বাইরে গুজরাটের সেতু বিপর্যয় নিয়ে মুখ খুললেন মমতা। বললেন, “মানুষের জীবন বেশি দামী। রাজনীতির থেকে মানুষের জীবন অনেক দামী। আমি স্তম্ভিত। যাঁদের প্রিয়জন মারা গিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আমাদের রাজ্যেরও একজন মারা গিয়েছেন। ঘটনাটিকে মানবিকতার দিক থেকে দেখা দরকার। যাঁরা এইভাবে সেতু বানান, যাঁরা এইসব কাজ করেন, এটি একটি অপরাধ।”

মমতা আরও বলেন, “কোনও দুর্ঘটনা আমাদের হাতে থাকে না। কোনও সরকার কোনও দুর্ঘটনা ঘটায় না। কিন্তু যাঁদের কাজ দেওয়া হয়, যাঁরা কাজ করে, সেটি দেখা দরকার। আমাদের এখানে যে মৃত্যু হয়েছিল, সেই সময় আমি মেদিনীপুরে ছিলাম। আমি খড়গপুর থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছি। কিন্তু ওখানে যাঁদের মৃত্যু হয়েছে… সরকার তাঁদের ঠিকভাবে সাহায্য করতে পারেনি। কারণ, তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। সেটি সার্টিফিকেট না পেতেই, অসমাপ্ত কাজকে সমাপ্ত করে দেওয়া একটি অপরাধ। আমার মতে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচারবিভাগীয় কমিশন হওয়া দরকার।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ভুল যাঁরা করেছে, যে ঠিকাদার করেছে, কেন ইডি-সিবিআই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তারা কি শুধু সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়? আর আসল অপরাধীরা? এত মানুষের জীবন নিয়ে যাঁরা ছিনিমিনি খেলে, তাদের কেন ক্ষমা করা হচ্ছে? আমি প্রধানমন্ত্রীর বিষয়ে কোনও কথা বলতে চাই না।” মমতার আরও বক্তব্য়, “কোনও অভিজ্ঞতা নেই, এমন সংস্থাকে কাজ দিয়ে দেওয়াটা ঠিক না। এতজন মানুষের জীবন নিয়ে খেলা করা হয় এমন করলে। রাজনীতিক হিসেবে আমি এই নিয়ে কোনও কথা বলতে চাই না। মানুষের জীবন সবথেকে দামী। আমার যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু গেলেই বলবে রাজনীতি করার জন্য এসেছে। আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই যাব। কিন্তু নির্বাচন জরুরি নয়, মৃতদের পাশে দাঁড়ানো আগে দরকার।”

Next Article