কলকাতা: যে কোনও ঘটনায় অভিযোগ দায়ের করতে থানায় যেতে হয় সাধারণ মানুষকে। কিন্তু পুলিশের বিরুদ্ধেই যদি অভিযোগ থাকে? তখন পুলিশ আপনার-আমার কথা শুনবে তো? এই দ্বন্দ্বের কারণেই অনেকে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে পারেন না। কখনও দাদাগিরি, কখনও তোলাবাজির মতো অভিযোগ উঠলেও হাত-পা বাঁধা থাকে সাধারণ মানুষের। এবার পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানানোর উপায় আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রশাসনিক সূত্রে খবর, আদালতে না গিয়ে যাতে সরাসরি অভিযোগ জানানো যায়, সেই ব্যবস্থা করা হয়েছে।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটি কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘স্টেট পুলিশ কমপ্লেনটস অথরিটি’ নামে ওই কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এই কমিটির কাছে সাধারণ মানুষ অভিযোগ দায়ের করতে পারবেন।
অনেক সময় থানার লকআপে মারধর বা ধৃতের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সে ক্ষেত্রে অভিযোগ জানাতে অনেকেই হাইকোর্টের দ্বারস্থ হন অথবা জেলা আদালতে মামলা করার প্রবণতা থাকে। অনেকেই বলেন, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুলিশের কাছে দায়ের করতে গেলে তা নেওয়াই হয় না। প্রশাসনিক সূত্রের খবর, বর্তমানে কলকাতা হাইকোর্টে পুলিশ সংক্রান্ত এই ধরনের মামলার সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি।
এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও নির্দেশিকা জারি করেনি নবান্ন। ফলে ঠিক কোন পদ্ধতিতে অভিযোগ জানানো যাবে, তা স্পষ্ট নয়।