Mamata Banerjee: ‘আমি লোকাল-হাত থেকে টেন্ডারটা তুলে নিচ্ছি’, দুর্নীতি রুখতে বড় ঘোষণা মমতার

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Jun 24, 2024 | 5:22 PM

Mamata Banerjee: এদিন হাওড়া পুরনিগম নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে প্রশাসকমণ্ডলী দিয়ে চলছে, এসডিওর আওতায় আছে। তাই চারজন বিধায়ক সরাসরি এর 'অ্যাডভান্টেজ' নিচ্ছেন। এরপরই মমতা বলেন, "যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা নির্বাচিত কাউন্সিলর নেই, সেখানে কে কাজ করবে সেটা ভেবে দেখা হয় না। আগে এটা দেখব, তারপর ভোট।"

Mamata Banerjee: আমি লোকাল-হাত থেকে টেন্ডারটা তুলে নিচ্ছি, দুর্নীতি রুখতে বড় ঘোষণা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নবান্ন সভাঘরে সোমবার রাজ্যের বিভিন্ন পুরসভার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন জেলাশাসকরাও। সেই বৈঠকে একেবারে নাম করে করে পুরসভার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, কোনও টেন্ডার এবার আর স্থানীয়স্তরে হবে না। তিনি জানিয়ে দেন, এবার থেকে যা টেন্ডার হবে, তা রাজ্যস্তর থেকেই সিদ্ধান্ত হবে।

এদিন হাওড়া পুরনিগম নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে প্রশাসকমণ্ডলী দিয়ে চলছে, এসডিওর আওতায় আছে। তাই চারজন বিধায়ক সরাসরি এর ‘অ্যাডভান্টেজ’ নিচ্ছেন। এরপরই মমতা বলেন, “যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা নির্বাচিত কাউন্সিলর নেই, সেখানে কে কাজ করবে সেটা ভেবে দেখা হয় না। আগে এটা দেখব, তারপর ভোট। বালি পুরসভার অবস্থাও খুব খারাপ। যে যে এলাকায় বোর্ড নেই, মনোনীত ৫ জন সদস্য ভাবছেন এটা তাঁদের সম্পত্তি। একেবারেই তা নয়।”

মমতার পরামর্শ, একটা ক্লাবকেও যদি বলা হয়, তাদের সাহায্য করা হবে। টেন্ডার করার ক্ষমতা তাদের থাকবে না। মমতার কথায়, “আমি লোকাল হাত থেকে টেন্ডারটা তুলে নিচ্ছি আজ থেকে। কোনও টেন্ডার আমি লোকালি করতে দেব না। সব সেন্ট্রালি হবে। তাদের হাতেই তথ্য থাকবে। কমিটি করে দিচ্ছি আমি। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড, ফিনান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি থাকবেন। সঙ্গে সিপি, ডিজি ও এডিজি আইনশৃঙ্খলা থাকবেন। কোনও কিছু হলে আমি তাঁদের ধরব।”

Next Article