কলকাতায় মৃত্যুফাঁদ! ভূমিকম্পে তাসের দেশে পরিণত হবে মহানগরী?

Jun 25, 2024 | 8:30 AM

মহানগরের ভূমি বেশিমাত্রায় কেঁপে উঠলে, তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে নগরের অট্টালিকা। ভূ-প্রাকৃতিক গঠনশৈলি এবং ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে কলকাতার অবস্থান যার অন্যতম কারণ। সেই পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে অবৈধ নির্মাণ। ভূমিকম্প হলে অবৈধ নির্মাণের জন্যই কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্রাছাড়া হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কলকাতার ক্ষেত্রে সল্টলেক, রাজারহাট, নিউটাউন অঞ্চলে ভূমিকম্পের জেরে মারাত্মক বিপদের আশঙ্কা রয়েছে।

কলকাতায় মৃত্যুফাঁদ! ভূমিকম্পে তাসের দেশে পরিণত হবে মহানগরী?
অল্প ভূমিকম্পেই বড় বিপর্যয় হতে পারে কলকাতায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

সুরক্ষিত নয় আমাদের প্রাণের শহর কলকাতা! মহানগরের ভূমি বেশিমাত্রায় কেঁপে উঠলে, তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে নগরের অট্টালিকা। ভূ-প্রাকৃতিক গঠনশৈলি এবং ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে কলকাতার অবস্থান যার অন্যতম কারণ। সেই পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে অবৈধ নির্মাণ। ভূমিকম্প হলে অবৈধ নির্মাণের জন্যই কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্রাছাড়া হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কলকাতার ক্ষেত্রে সল্টলেক, রাজারহাট, নিউটাউন অঞ্চলে ভূমিকম্পের জেরে মারাত্মক বিপদের আশঙ্কা রয়েছে। উত্তর কলকাতা, বরানগর, শ্যামবাজার অঞ্চলও একই ভাবে ধসে যেতে পারে। দমদম, কালীঘাট, যাদবপুরের মতো এলাকায় মাঝারি মানের ক্ষতি আশঙ্কা রয়েছে। এমনকি হাওড়া-বালিও এই প্রভাবের বাইরে থাকবে না। কতটা বিপদে রয়েছে কলকাতা? এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? দেশের কোনও এলাকায় ভূমিকম্প হলে সেখানে ভূমিকম্পের প্রভাব কেমন হবে, তা নির্ধারণ করে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। এ সংক্রান্ত একটি মানচিত্রও প্রকাশ করে তারা। সেই মানচিত্রে উল্লেখ থাকে কোন এলাকা কেমন ভূমিকম্প প্রবণ। অর্থাৎ দেশের কোন কোন এলাকায় ভূমিকম্পের সম্ভাবনা কতটা। কোথায় কোথায় বেশি মাত্রায় ভূমিকম্প হতে পারে, কোন এলাকায়...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন