Mamata Banerjee: ‘আমরাও পরপর তিনটি কেসে ফাঁসি করে দিয়েছি,’ সঞ্জয়ের সাজা নিয়ে অকপট মমতা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 20, 2025 | 1:52 PM

Mamata Banerjee: রায় হওয়ার আগে তো আমি কিছু বলব না। তাঁর ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম। সবাই করেছিল। সুতরাং এটা বিচারকদের ওপর নির্ভর করে, কীভাবে কীরকম কেস সাজানো হয়েছে।"

Mamata Banerjee: আমরাও পরপর তিনটি কেসে ফাঁসি করে দিয়েছি, সঞ্জয়ের সাজা নিয়ে অকপট মমতা
ডুয়ার্স যাওয়ার আগে মমতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ‘আমরা তো পরপর তিনটি কেসে ফাঁসি করে দিয়েছি।’ আরজি কর মামলায় সাজা ঘোষণার আগেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন। তার আগে সঞ্জয় রায়ের সাজা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”

রায় হওয়ার আগে তো আমি কিছু বলব না। তাঁর ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম। সবাই করেছিল। সুতরাং এটা বিচারকদের ওপর নির্ভর করে, কীভাবে কীরকম কেস সাজানো হয়েছে।”

এরপরই মমতা বলেন, “আমরাও তো পর পর তিনটি কেসে ফাঁসি করে দিয়েছি। আমাদের পুলিশ ৫৪ দিনের মধ্যেই করেছে। জাজরা একটু সময় নেন, তাঁদেরকেও একটু দেখতে হয়। এই কেসটাতেও আমরা বিচার চাই।”

আরজি কর কাণ্ডে যখন তোলপাড় রাজ্য, তখনই এই বাংলার বুকেই পরপর তিনটি নৃশংস ঘটনা ঘটে যায়। ফরাক্কা, কুলতলি ও গুড়াপে শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই তিনটি ঘটনারই নৃশংসতায় শিউরে ওঠে গোটা বাংলা। নারী নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। তিনটি ঘটনারই তদন্ত করে পুলিশ। দ্রুততার সঙ্গে চার্জশিট জমা করে। তিনটি ঘটনাতেই দোষীর ফাঁসির সাজা হয়। আরজি কর কাণ্ডের পরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত বিচারব্যবস্থা শেষ করার দাবি জানান। নির্যাতন মামলায় ৫০ দিনের মধ্যেই বিচার ও শাস্তি চান তিনি। তিনটি মামলাতেই দ্রুত ফাঁসির সাজা হয়। আজ আরজি করে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের কী সাজা হয়, সেদিকে তাকিয়ে গোটা বাংলা।

Next Article