Anti Ragging Helpline: র‌্যাগিং রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রী মমতার

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 22, 2023 | 5:37 PM

Mamata Banerjee: সম্প্রতি যাদবপুরের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার। র‌্যাগিং আটকাতে রাজ্য কতটা তৎপর, তা নিয়েও প্রশ্ন করেন।

Anti Ragging Helpline: র‌্যাগিং রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রী মমতার
হেল্পনম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যুর পর এবার আরও তৎপর রাজ্য। র‌্যাগিং রুখতে এবার ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও পড়ুয়া র‌্যাগিং-এর শিকার হলে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। আজ, মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক ছিল মমতার। সেই বৈঠকের মধ্যেই ওই নম্বর চালু করা হয়েছে।

পুলিশের তরফ থেকে নম্বর প্রকাশ করা হয়েছে। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। ২২ অগস্ট অর্থাৎ আজ থেকেই ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হল ওই নম্বর। পুলিশের তরফে জানানো হয়েছে, র‌্যাগিং-এর ঘটনা ঘটলে দিনের যে কোনও সময় ওই নম্বরে ফোন করা যাবে। ফোন পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জেলায় জেলায় যে অ্যান্টি-র‌্যাগিং কমিটি আছে, তাদেরকে বিষয়টি জানানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে। যিনি অভিযোগ জানাবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

হেল্পলাইন নম্বর

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার পরই প্রকাশ্যে আসে র‌্যাগিং-এর অভিযোগ। শুধু একদিনের নয়, অভিযোগ উঠেছে দিনের পর দিন নবাগত পড়ুয়াদের নানা ধরনের অত্যাচারের শিকার হতে হত। প্রশ্ন উঠেছে, র‌্যাগিং-এর বিরুদ্ধে কি এতদিন কোনও ব্যবস্থাই নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? অন্যদিকে প্রথম থেকেই এই ঘটনার দায় এড়িয়েছে রাজ্য সরকার তথা শিক্ষামন্ত্রী। এমনকী রাজ্যপালকে ব্যর্থতার দায় নেওয়ার কথা বলেছেন ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও এই ঘটনার নিন্দা করেছেন। সম্প্রতি তিনি বলেছেন, ‘বামেদের ছাত্র সংগঠন একজন ছেলেকে মেরে ফেলল।’ মঙ্গলবারের সভা থেকে মমতা দাবি করেন, তিনি ছাত্রী থাকাকালীন এত র‌্যাগিং-এর ঘটনা ঘটত না।

Next Article