বিকেলে মমতা আচমকাই এলেন রাজভবনে! থাকলেন ১ ঘণ্টারও বেশি

ঋদ্ধীশ দত্ত |

Feb 18, 2021 | 9:38 PM

কী বিষয়ে এই সাক্ষাৎ তা নিয়ে কোনও তরফেই মুখ খোলা হয়নি। নবান্ন বা রাজভবন সূত্রেও জানানো হয়নি কোন বিষয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধান।

বিকেলে মমতা আচমকাই এলেন রাজভবনে! থাকলেন ১ ঘণ্টারও বেশি
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: একুশে এই নিয়ে চতুর্থবার। ফের মুখোমুখি হলেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী। আগে থেকে কোনও বলা-কওয়া ছাড়াই বৃহস্পতিবার রাজভবনে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূচিতে না থাকলেও দক্ষিণ ২৪ পরগনার পৈলানে সভা সেরে বিকেল ৫ টা নাগাদ রাজভবনে ঢুকে পড়েন মমতা। ঘণ্টাখানেকের বেশি সাক্ষাৎ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে। সন্ধে ৬ টা ১০ নাগাদ বেরিয়ে কালীঘাটে ফিরে যান তিনি।

যদিও কী বিষয়ে এই সাক্ষাৎ তা নিয়ে কোনও তরফেই মুখ খোলা হয়নি। নবান্ন বা রাজভবন সূত্রেও জানানো হয়নি কোন বিষয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধান।

তবে মুখমন্ত্রীর আচমকা সফর উস্কে দিয়েছে নয়া জল্পনা। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, তবে কি রাজভবন ও নবান্নের শীতল সম্পর্কে সামান্য হলেও বিরতি পড়তে পারে? ওয়াকিবহাল মহল অবশ্য তেমন কোনও সম্ভাবনায় খুব বেশি আমল দিতে নারাজ। কারণ, রাজ্যপালের অবিরত টুইট-বাণ অব্যাহত রয়েছে রাজ্যের বিরুদ্ধে। নানা ইস্যুতে তিনি এখনও আগের মতোই রাজ্য সরকারকে বিঁধে চলেছেন।

মমতার সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধেয় রাজ্যপাল হাজির হন এসএসকেএম হাসপাতালে। সেখানে পৌঁছে বোমাবাজিতে আহত রাজ্যের শ্রম মন্ত্রকের প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে দেখা করেন তিনি। বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “এই ধরনের হিংসার কোনও স্থান গণতন্ত্রে নেই। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর এক ঘণ্টার বেশি কথা হয়েছে। কী কথা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যেই থাকবে। তবে পুরো সময়টা আমরা সরকারি বিষয়েই আলোচনা করেছি।” মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরও এ দিন টুইট করেছেন রাজ্যপাল।

প্রসঙ্গত, এর আগে রাজ্যপালকে পয়লা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে রাজভবনে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানেও ভিক্টোরিয়ায় তাঁরা মুখোমুখি হন। শেষ দেখা হয় প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনে প্রথাগত চা চক্রে। তাৎপর্যপূর্ণভাবে, সেদিনও বৈঠকের নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই রাজভবনে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে। আজও যেন একই ঘটনার পুনরাবৃত্তি।

 

Next Article