কলকাতা: রাজ্য রাজনীতিতে বিশেষ করে বিরোধী দলের নেতাদের মুখে বার বার ঘুরে ফিরে আসে ‘কাটমানির’ অভিযোগ। বিভিন্ন কাজের ক্ষেত্রে তৃণমূলের নীচুতলার লোকজন ‘কাটমানি’ নিচ্ছেন, এমন অভিযোগ বিরোধীদের মুখে প্রায়শই শোনা যায়। আর এবার ‘কাটমানি’ প্রসঙ্গে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উষ্মাপ্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, “কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন। আমাদের টাকার কোনও প্রয়োজন নেই। পিডব্লিউডি কাজ করছে, আর কাটমানি খেয়ে যাচ্ছে।”
কাটমানির অভিযোগ বঙ্গ রাজনীতিতে নতুন কিছু নয়। অতীতে একাধিকবার বাংলায় কাটমানির অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে ‘কাটমানি’ খাওয়ার অভিযোগ উঠে এসেছে শাসক দলের বিরুদ্ধে। এই জাতীয় অভিযোগ মূলত বিরোধী শিবিরের থেকেই এতদিন উঠে এসেছে। তবে এবার নবান্নের প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় উঠে এল ‘কাটমানি’ খাওয়ার অভিযোগের তত্ত্ব। সূত্রের খবর এই নিয়ে গতকালের বৈঠকে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। এই বার্তাকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, ‘এটা ভূতের মুখে রাম নামের মতো। কাটমানি কখন হয়? যখন মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা কাটমানিকে এনকারেজ করেন, তখনই হয়। এই রাজ্যে তো সেটাই চলছে। আইএএস-আইপিএসদের দিয়ে রাজনৈতিক কাজ করান মুখ্যমন্ত্রী। তার লাভ নেন আইএএস-আইপিএসরা।’ গোটা বিষয়টিই নাটক বলে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি।