Mamata Banerjee: আড়িয়াদহকাণ্ডে মমতার মুখে অর্জুনের নাম, পাল্টা ‘ভুল’ ধরালেন অর্জুন

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Jul 11, 2024 | 6:37 PM

Mamata Banerjee: মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানির ছেলের বিয়ে। সেই আমন্ত্রণ রক্ষা করতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, "একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করার জন্য গত ৭২ ঘণ্টা ধরে এক তরফাভাবে একই নিউজ দেখিয়ে গিয়েছেন। অথচ সেই সময় অর্জুন সিং ছিলেন ওখানকার সাংসদ।

Mamata Banerjee: আড়িয়াদহকাণ্ডে মমতার মুখে অর্জুনের নাম, পাল্টা ভুল ধরালেন অর্জুন
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং।

Follow Us

কলকাতা: মুম্বই যাওয়ার পথে আড়িয়াদহ নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে ভিডিয়ো ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, সে ভিডিয়ো পুরনো। সে সময় সাংসদ ছিলেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।

মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানির ছেলের বিয়ে। সেই আমন্ত্রণ রক্ষা করতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করার জন্য গত ৭২ ঘণ্টা ধরে এক তরফাভাবে একই নিউজ দেখিয়ে গিয়েছেন। অথচ সেই সময় অর্জুন সিং ছিলেন ওখানকার সাংসদ। যারা করেছিল তারা গ্রেফতার হয়ে এখনও জেলে আছে। আর কোনও খবর নেই। একটাই খবর। তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল। একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। ২৯ জন গ্রেফতার হয়েছে।”

যদিও এ প্রসঙ্গে পাল্টা অর্জুন সিং বলেন, “বাংলার মানুষের দুর্ভাগ্য এটাই যে মুখ্যমন্ত্রী জানেন না বেলঘরিয়া ব্যারাকপুরের মধ্যে পড়ে নাকি দমদমের মধ্যে পড়ে। দমদমের সাংসদ সৌগত রায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর জয়ন্ত একটা ডাকাত একটা চোর, যে ২০২১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তাণ্ডব করেছিল, ২০২২-এ পুরসভাতেও তাণ্ডব চালিয়েছিল। আর আমাকে নিশানা করেছেন, আমাকে খুব ভালবাসেন তো। আসলে ওনার নেতাদের ঘাড়ে এত দুর্নীতি তো, তাই আমাদের ঘাড়ে এসব ঠেলছেন। ডিসব্যালান্সড হয়ে যাচ্ছেন। একজনের নাম আরেক জনের নামে বলছেন।”

একইসঙ্গে এদিন মমতা বলেন, আগামিকাল একাধিক বৈঠক করবেন তিনি। তাঁর কথায়, “হয়ত আমি যেতে পারতাম না। কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন ছেলে থেকে শুরু করে নীতাজি থেকে শুরু করে মুকেশজি, বারবার বলেছেন। তাই যাচ্ছি আমি। আমি কালকে উদ্ধব ঠাকরের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি। রাজনৈতিক কথা হবে। কারণ ইলেকশনের পর অনেকদিন দেখা হয়নি। শরদজির বাড়িতেও যাব। শরদ পাওয়ারের সঙ্গেও আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি। একটা ৪টেয় আছে, একটা ৫টায় আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে। ওর সঙ্গেও দেখা হলে হয়ে যেতে পারে। এখনও ঠিক হয়নি কখন পৌঁছবে। তারপর বিয়েতে অ্যাটেন্ড করে পরদিন ফিরে চলে আসব।”

Next Article