CM Mamata Banerjee: ছাত্র-রাজনীতি করার সময় কেন অন্য দলে যাননি? নিজেই জানালেন মমতা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 28, 2023 | 6:14 PM

Mamata Banerjee: এছাড়াও নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "ভোর ৪টে তে উঠতাম, আমার প্রতিপক্ষে ছিল ডিএসও। আমাকে টানার চেষ্টা করেছিল।"

CM Mamata Banerjee: ছাত্র-রাজনীতি করার সময় কেন অন্য দলে যাননি? নিজেই জানালেন মমতা
ফাইল ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ছাত্র যুবর সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল অন্য ভূমিকায়। আজ বক্তৃতা শুরুর প্রথম থেকেই তিনি নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। ছাত্র জীবনে তাঁর সংগ্রামের কথা, কীভাবে তিনি সেই সময় থাকা সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন। কীভাবে কষ্ট করে  রাজনীতি করছেন সবটাই তুলে ধরেছেন এ দিনের বক্তব্যে।

এ দিন নিজের পুরনো জীবনের কথা তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি দুধের ডিপোতে কাজ করেছি। সেই টাকা আমি ব্যানার পোস্টার দরিদ্র লোকের জন্য খরচ করতাম। বিএ পার্ট ওয়ান পরীক্ষার দিন ডান হাতের বুড়ো আঙুল বোতলে খ্যাচ করে ঢুকে যায়। তাই নিয়ে পরীক্ষা দিয়েছি।”

এছাড়াও নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “ভোর ৪টে তে উঠতাম, আমার প্রতিপক্ষে ছিল ডিএসও। আমাকে টানার চেষ্টা করেছিল। আমি কী করে যাব। আমি কংগ্রেস করতাম। আমি কী করে যাব। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী। তাঁর কাছে গল্প শুনে শুনে আমার মনটাই স্বাধীনতা আন্দোলনে জাগরিত হয়েছিল। তাই অন্য কোনও দলে যেতে পারিনি।’

এরপর কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ” সেই সময় কংগ্রেস করতাম। একদিন দেখলাম কংগ্রেস সিপিএম এর সঙ্গে আঁতাত করে এমন অবস্থা করল একুশে জুলাইয়ের তেরো জন শহিদ মারা গেল। কংগ্রেস একটা লোক পাঠাল না। তদন্ত করল না। আমতার কান্দুয়ায় হাত কেটে দেওয়া হল লোক পাঠাল না, মেমারিতে চারজন নাকশাল নেতাকে কুচি-কুচি করে খুন করা হয়েছিল একটা লোককেও পাঠায়নি। আমি হলদিয়ায় মিটিংয়ে গিয়েছিলাম আমাদের মাইক দেওয়া হয়নি। এমনকী চা কলকাতা থেকে নিয়ে গিয়েছি। চমকাইতলায় আমরা স্টেজ বেঁধেছি। মিটিং এর অজিতদাকে আটকে দিল রাস্তায়। চারিদিকে চলছে গুলি। আমি বললাম চালাও গুলি আমি কেয়ার করি না।”

Next Article