কলকাতা: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছে তৃণমূল। লোকসভাতেও সরব হয়েছেন সাংসদরা। তৃণমূল সহ বিরোধী দলগুলির দাবি ‘ওয়াকফ সম্পত্তি’ দখল করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রের যুক্তি হল, ওয়াকফ নিয়ে আরও স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে নতুন সংশোধনীতে। সেই প্রসঙ্গেই এবার বিধানসভায় নতুন করে প্রশ্ন তুললেন মমতা। রাজ্যের সঙ্গে বিলের বিষয়ে কথা বলা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সোমবার বিধানসভায় মমতা বলেন, ‘যখন এই ধরনের বিল আনবেন, তখন কেন্দ্রের দায়িত্ব রাজ্যের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করা। আমরা কয়েকটা সংশোধনী দিয়েছিলাম, জানি না সেগুলো বিলে যোগ করা হয়েছে কি না।’ মমতার অভিযোগ, ওয়াকফ বিল নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি তৈরি হয়েছে, তারা কলকাতায় আসেনি। মমতা জানান, ওই কমিটির কলকাতায় ভিজিট করার কথা ছিল, কিন্তু সেটা বাতিল করা হয়। তাঁর দাবি, কমিটির এই সফর হলে তো কেউ কেউ তাদের কাছে গিয়ে নিজেদের কথা জানাতে পারত। কিন্তু সফর বাতিল করা হল কেন? সেই প্রশ্ন তুলে মমতা বলেন, ‘ডাল মে কুছ কালা হ্যায়’।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিন মমতা বালাজি ট্রাস্ট অর্থাৎ তিরুপতি মন্দিরের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “বালাজি ট্রাস্টের কত সম্পত্তি আছে সেটা দখল করতে পারবেন? বুকের পাটা আছে? গোল্ডেন টেম্পল-এর সম্পত্তি দখল করতে পারবেন?”
তাঁদের বলার কোনও সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ওয়াকফে অনেক হিন্দু পরিবার দান করেছে।