RG Kar Death: ফাঁসির আবেদনের বার্তা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Aug 10, 2024 | 2:02 PM

Mamata Banerjee: শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে যে জুনিয়র ডাক্তার তথা মেডিক্যালের ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছে খুন ও ধর্ষণের ইঙ্গিত।

RG Kar Death: ফাঁসির আবেদনের বার্তা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

কলকাতা: আরজি করের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে যে কোনওভাবেই রেয়াত করা হবে না, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জানালেন মমতা। এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “ফাঁসির পক্ষে আমি নই। তবে কোনও কোনও ঘটনায় শিক্ষা দেওয়ার জন্য এরকম শাস্তি দরকার, যাতে আর কেউ করার সাহস না পায়।”

শুক্রবারের ঘটনায় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে বসেছেন। সকাল থেকে চলছে বিক্ষোভ। একাধিক দাবিও জানিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তাররা এই যে ক্ষোভ দেখাচ্ছে, সেটা সঙ্গত বলেই মনে করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ওই সংবাদমাধ্যমে তিনি বলেন, “ওদের যা দাবি, তার সঙ্গে আমি একমত। তারা যা দাবি জানিয়েছে, পুলিশ তা মেনে নিয়েছে।”

সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মমতা বলেন, “আমি নির্দেশ দিয়েছি, ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে, দরকার হলে ফাঁসির আবেদন জানানো হোক। যে কালপ্রিট এটা করেছে, তার কোনও ক্ষমা নেই।”

হাসপাতালের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেই প্রসঙ্গে মমতা বলেন, “ডাক্তারদের গায়ে যাতে কেউ হাত না দেয়, তার জন্য আমরা প্রত্যেক হাসপাতালে পুলিশ ক্যাম্প করেছি। আমরা যেমন দেখব, হাসপাতালের সুপার, প্রিন্সিপ্যালদেরও নিরাপত্তার বিষয়টা দেখতে হবে। তাদের দিক থেকে কোনও গাফিলতি ছিল না,সেটা আমরা তলিয়ে দেখব।”

রাজ্য সরকারের প্রতি আস্থা না থাকলে, যে কোনও এজেন্সির কাছে তদন্তের জন্য যাওয়া যেতে পারে। এমনটাই বলেছেন মমতা। সিবিআই তদন্ত হলেও কোনও আপত্তি নেই তাঁর। মুখ্যমন্ত্রী বলেন, “সিবিআই তদন্তেও আপত্তি নেই, কারণ আমাদের কোনও কিছু লুকনোর নেই। আমরা চাই সঠিক তদন্ত হোক।”

শুক্রবার রাত ২ টো পর্যন্ত সিপি-র সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “হাসপাতালে সিসিটিভি আছে। বুঝতে পারছি না এত সাহস হল কী করে। যাকে ধরা হয়েছে, তার ওখানে যাতায়াত ছিল। যারা বিভিন্ন কাজে যাতায়াত করে তাদের মধ্য়েই কেউ করেছে।” দরকার হলে পুলিশ কমিশনারকে আবারও পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Next Article