“তুমি একজন মিনিস্টার… জানো না, ‘কিছু’ কথাটার কোনও অর্থ হয় না?” জোর ধমক খেলেন স্নেহাশিস

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 02, 2025 | 6:02 PM

Mamata Banerjee: মমতার দাবি, অফিস ছুটির পর রাস্তায় দাঁড়িয়ে থাকেন বহু মানুষ। বাস কম থাকায় বাড়ি ফিরতে অসুবিধা হয় মানুষের। সরাসরি মন্ত্রীকেই ধমক দিলেন মুখ্যমন্ত্রী।

তুমি একজন মিনিস্টার... জানো না, কিছু কথাটার কোনও অর্থ হয় না? জোর ধমক খেলেন স্নেহাশিস
স্নেহাশিসকে ধমক মমতার
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নবান্ন সভাঘরে ভরা বৈঠকের মাঝে পরিবহনমন্ত্রী খেলেন জোর ধমক। মুখ্যমন্ত্রীর দাবি, মন্ত্রী বা সচিব রাস্তায় বেরিয়ে দেখেন না, সাধারণ মানুষের কী অসুবিধা হচ্ছে। ‘ট্রান্সপোর্ট দফতর সাইলেন্ট দফতর হয়ে গিয়েছে’ বলেও মন্তব্য করেন মমতা।

মমতা এদিন প্রশ্ন করেন, ‘মন্ত্রী এবং সচিব নিজে কখনও ভিজিট করেছেন? কলকাতা ঘুরে দেখেছেন, কোথায কোথায় বাস থাকছে না? মানুষ দাঁড়িয়ে থাকে?’ কোথায় বাসের বাসের সংখ্যা বাড়ানো যায় জানতে চান মমতা।

এ কথা শুনে পরিবহন মন্ত্রী মাইক্রোফোনটা মুখের কাছে টেনে নিয়ে বলেন, বাসের ফ্রিকোয়েন্সি কিছু বাড়ানো হয়েছে। এ কথা শুনেই আরও রেগে যান মমতা। বলেন, ‘কিছু বলে কোনও কথা হয় না। তুমি একজন মন্ত্রী। তোমার এটা বোঝা উচিত যে কিছু কথাটার মানে হয় না।’

বিশেষ করে হাসপাতাল এবং আইটি সেক্টরগুলিতে নজর দেওয়ার কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, ওই সব জায়গায় বাসের অভাব রয়েছে। সাধারণ মানুষের যাতে যাতায়াত করতে অসুবিধা না হয়, সে কারণেই এই পরামর্শ দিয়েছেন মমতা। মন্ত্রী যাতে সারপ্রাইজ ভিজিট করেন, সে কথাই বলেছেন মুখ্যমন্ত্রী।

Next Article