Mamata Banerjee: রাজস্বের অবস্থা খারাপ, অনিয়ন্ত্রিত ব্যয় কমাতে হবে; প্রশাসনিক বৈঠকে বার্তা মমতার : সূত্র

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 07, 2022 | 7:44 PM

Mamata Banerjee: রাজ্যের অর্থ ভান্ডারের অবস্থা যে খুব সঙ্গীন, তাও এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে সূত্রের খবর। মমতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এভাবে চলবে না।

Mamata Banerjee: রাজস্বের অবস্থা খারাপ, অনিয়ন্ত্রিত ব্যয় কমাতে হবে; প্রশাসনিক বৈঠকে বার্তা মমতার : সূত্র
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা : রাজ্যের কোষাগারের যে অবস্থা খুব একটা ভাল নয়, তা এর আগেও একাধিকবার নিজের কথায় বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের প্রশাসনিক বৈঠক থেকে আরও একবার সেই বার্তা দিয়েছেন মমতা। বিশেষ করে রাজস্বের পরিমাণ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে রাজ্যের বৈঠকে উপস্থিত অন্যান্য মন্ত্রীদের থেকে পরামর্শ চান মুখ্যমন্ত্রী। সূত্র মারফত এমনই জানা গিয়েছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ বার্তা দিয়েছেন, অনিয়ন্ত্রিত ব্যয় কমাতে হবে। রাজস্বের অবস্থা খুব খারাপ। খরচ কমাতে হবে এবং সেই সঙ্গে রাজস্ব বাড়াতে হবে। রাজ্যের অর্থ ভান্ডারের অবস্থা যে খুব সঙ্গীন, তাও এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে সূত্রের খবর। মমতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এভাবে চলবে না।

উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী যখন অন্যান্য মন্ত্রীদের থেকে রাজস্ব বাড়ানোর বিষয়ে পরামর্শ চেয়েছিলেন, তখন বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী একাধিক পন্থার কথা বলেন। কিন্তু সূত্রের খবর, সেই সব ক’টি পন্থার কোনওটাই পছন্দ হয়নি মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন এভাবে চলা যাবে না। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে বলেছেন, শুধু ব্যয় আর ব্যয়… পকেট থেকে সব বেরিয়ে যাচ্ছে… রাজস্ব আদায় না করতে পারলে, এবার চাইলেও কিছু মিলবে না।

পাশাপাশি ই-টেন্ডার নিয়ে একাংশের মধ্যে উদাসীনতা নিয়েও বেশ ক্ষুব্ধ মমতা। কড়া ভাষায় বলেছেন, “এতবার করে বলেছি, ই-টেন্ডার করতে। তারপরও অনেকে শুধু টেন্ডার করছে। আমি সতর্ক করে দিচ্ছি, আমার কথা না শোনা হলে আমি কিন্তু কড়া পদক্ষেপ করব। পঞ্চায়েতগুলির অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, সব ক’টি পঞ্চায়েতের অডিট করাব।”

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার রাজ্যের কোষাগারের বেহাল দশা নিয়ে কথা বলেছিলেন। একাধিকবার বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকে এই কথা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আবারও সেই কথা বুঝিয়ে দিয়ে অনিয়ন্ত্রিত ব্যয় কমানোর বার্তা দিয়েছেন মমতা।

Next Article