কলকাতা: ভোট শিয়রে। চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন বাংলা বিধানসভার নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে। তার আগে সোমবার নবান্ন সভাঘর থেকে প্রকল্পের ঝাঁপি রীতিমতো উপুড় করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগে প্রকৃত অর্থে যেন ‘প্রকল্পতরু’ হয়ে উঠতে চাইলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
একাধিক প্রকল্পের উদ্বোধন-সহ শিল্পায়নের স্বপ্ন ফেরি করে প্রচুর কর্মসংস্থানের দ্বার খুলতে চাইলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী ছিল না এ দিন তাঁর ঘোষণায়! নতুন তথ্যপ্রযুক্তি ভবন হোক বা বিদ্যুৎ প্রকল্প। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে নতুন ভবন হোক থেকে নামমাত্র দামে ভরপেট পুষ্টির আহার। বা দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা থেকে সবুজ সাথীর সাইকেল বিতরণ। ঠিক যেন ৩৬০ ডিগ্রী উন্নয়নের রোডম্যাপ আঁকতে চাইলেন তিনি।
নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এ দিন ওয়েবেলের চারটি নতুন তথ্যপ্রযুক্তি পার্কের ভার্চুয়াল সূচনা করেন মমতা। যার মধ্যে দু’টি রয়েছে সল্টলেকের সেক্টর ৫-এ। বাকি দু’টির প্রথমটি রাজারহাটে, অপরটি কল্যাণীতে। বৈঠক থেকে ভার্চুয়ালি তিনটি নতুন বিদ্যুৎ প্রকল্পেরও উদ্বোধন মমতা করেছেন। পূর্ব বর্ধমানের নরুগ্রাম, এবং উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ও বারাকপুরের এই তিনটি প্রকল্পে রাজ্য সরকারের প্রায় ২১ কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের।
এ ছাড়াও জনস্বাস্থ্য বিভাগের জন্য ‘নিজলয়’ নামের একটি নতুন ভবনের ভার্চুয়াল দ্বারোদ্ঘাটন করেন মমতা। এই ভবন তৈরি করা হয়েছে ৬৫ কোটি ৬৬ লক্ষ টাকা খরচ করে। ক্যানসার রোগীদের চিকিৎসার সুবিধার্থে তাঁদের নাম নথিভুক্ত করার জন্য রেজিস্ট্রি অ্যাপ্লিকেশনও উদ্বোধন করা হচ্ছে বলে জানান। এর মাধ্যমে যে কোনও ক্যানসার আক্রান্তকে ট্র্যাকিং, চিকিৎসা এবং তাঁক ফলোআপ করা যাবে। এই তথ্য সব হাসপাতালগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হবে। ফলে ক্যানসারে চিকিৎসা অনেক সহজে করা যাবে।
২০১৯ সালের দুর্গাপুজোকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার সম্পর্কে গবেষণা করে সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও খড়গপুর আইআইটি। সেই গবেষণাপত্র পেশ করে মমতা দাবি করেন, দুর্গাপুজোয় যে পরিমাণ আর্থিক লেনদেন গোটা রাজ্যে হয় তা মালদ্বীপের গোটা অর্থনীতির সমান। একই সঙ্গে ইউনেস্কোর কাছে তিনি আবেদন জানান দুর্গাপুজোকে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য।
আরও পড়ুন: ‘সুজন চক্রবর্তীকে ফোন করে বলেছি…’, মমতা মুখ খুললেন মইদুলের মৃত্যুতে
ছাত্রছাত্রীদের আইপিএস-আইএএস পড়ার জন্য তৈরি হল এক নতুন স্টাডি সেন্টারেরও উদ্বোধন এ দিন করেছেন মমতা। প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের নাম নেতাজির নামে হবে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে ৫ টাকায় ডিম, ভাত, ডাল, সব্জি, ‘মা’ প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত কলকাতায় এই সুবিধা শুরু হলেও ক্রমে সারা রাজ্যে এই প্রকল্প চালু হবে বলে জানান মমতা।
পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এ দিন তোপ দেগেছেন মমতা। পাশাপাশি বিজেপির আইটি সেলের দিকে আঙুল তুলে তৃণমূলের বিরুদ্ধে ফেক নিউজ ছড়ানোর অভিযোগও তোলেন। মমতার কথায়, “তৃণমূলের নাম করে মিথ্যে রটানো হচ্ছে, ফোন করে মিথ্যে কথা বলা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেককে ফোন করা হয়েছে। সেখানে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে। সাধারণ মানুষকে অনুরোধ, সব ফোন ধরবেন না।”
আরও পড়ুন: ‘ও কোনও দল করত না, ওকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল’, বিস্ফোরক মইদুলের বোন