Mamata Banerjee: ‘তৃণমূলের ৯৯.৯ শতাংশ লোক সৎ’, বাকি ১-২ জনের জন্য কী ব্যবস্থা? জানালেন মমতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 08, 2022 | 4:51 PM

TMC Rally in Netaji Indoor: দুর্নীতি ইস্যুতে অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে। সেই আবহেই মমতা দাবি করলেন, কয়েকজনের জন্য গোটা দলটাকে চোর বলা যায় না।

Follow Us

কলকাতা : দল যে স্বচ্ছ, দল যে সৎ, নেতাজি ইন্ডোর থেকে ফের একবার সেই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও সামনে এসেছে। তবে, সম্প্রতি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও দলের নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সেই ইস্যু নয়া মোড় নিয়েছে। বিজেপি, সিপিএম, সব বিরোধী দলই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানাতে তৎপর হয়েছে। সেই আবহেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছতার বার্তা দিলেন মমতা।

এ দিন মমতা বলেন, ‘আমি এখনও বলতে পারি তৃণমূলের ৯৯.৯ লোক সৎ, স্বচ্ছ, সমাজের কাজে তৎপর। একজন-দুজন কি খারাপ কাজ করল, তা দেখার জন্য আইন আছে। দল ব্যবস্থা নেবে।’ তবে মমতার দাবি, সেই একজন-দুজনের জন্য গোটা দলটাকে ‘চোর’ বলে কুৎসা করা উচিত নয়।

এ দিন ফের একবার ফাইল নিয়ে বামেদের আক্রমণ করেন মমতা। তাঁর দাবি, ৩৪ বছরের বাম আমলের কোনও কাগজ পাওয়া যায়। বারবার বলেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘চাইলে ধরে জেলে ভরতে পারতাম, কিন্তু তা করিনি।’ তিনি উল্লেখ করেন, তৃণমূল সরকার সব তথ্য ‘ডিজিটাইজড’ করে যাচ্ছে, ফলে নথি না পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। এর আগে শিক্ষা-রত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েও একই দাবি করেছিলেন মমতা।

নেতাজি ইন্ডোর থেকে তিনি আরও উল্লেখ করেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। মূলত নীচুতলার কর্মীদের ভুল হয়ে থাকতে পারে বলে উল্লেখ করে তিনি দাবি করেন, কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবেও এই কাজ করে থাকতে পারেন। মমতা জানান, বাম আমলে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের কারও চাকরি যায়নি।

কলকাতা : দল যে স্বচ্ছ, দল যে সৎ, নেতাজি ইন্ডোর থেকে ফের একবার সেই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও সামনে এসেছে। তবে, সম্প্রতি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও দলের নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সেই ইস্যু নয়া মোড় নিয়েছে। বিজেপি, সিপিএম, সব বিরোধী দলই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানাতে তৎপর হয়েছে। সেই আবহেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছতার বার্তা দিলেন মমতা।

এ দিন মমতা বলেন, ‘আমি এখনও বলতে পারি তৃণমূলের ৯৯.৯ লোক সৎ, স্বচ্ছ, সমাজের কাজে তৎপর। একজন-দুজন কি খারাপ কাজ করল, তা দেখার জন্য আইন আছে। দল ব্যবস্থা নেবে।’ তবে মমতার দাবি, সেই একজন-দুজনের জন্য গোটা দলটাকে ‘চোর’ বলে কুৎসা করা উচিত নয়।

এ দিন ফের একবার ফাইল নিয়ে বামেদের আক্রমণ করেন মমতা। তাঁর দাবি, ৩৪ বছরের বাম আমলের কোনও কাগজ পাওয়া যায়। বারবার বলেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘চাইলে ধরে জেলে ভরতে পারতাম, কিন্তু তা করিনি।’ তিনি উল্লেখ করেন, তৃণমূল সরকার সব তথ্য ‘ডিজিটাইজড’ করে যাচ্ছে, ফলে নথি না পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। এর আগে শিক্ষা-রত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েও একই দাবি করেছিলেন মমতা।

নেতাজি ইন্ডোর থেকে তিনি আরও উল্লেখ করেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। মূলত নীচুতলার কর্মীদের ভুল হয়ে থাকতে পারে বলে উল্লেখ করে তিনি দাবি করেন, কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবেও এই কাজ করে থাকতে পারেন। মমতা জানান, বাম আমলে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের কারও চাকরি যায়নি।

Next Article