Mamata Banerjee: ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না, জানিয়ে দিলেন মমতা

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 27, 2024 | 9:39 PM

Mamata Banerjee: এদিন তিনি আবারও বুঝিয়ে দিয়েছেন, বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে কোনও জোট নেই। তিনি আরও বলেন, "তৃণমূলকে ছাড়া ইন্ডিয়া জোট সম্ভব নয়।"

Mamata Banerjee: ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না, জানিয়ে দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নির্বাচনী আবহে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান বারবারই স্পষ্ট করেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে জোট নেই, তবে দিল্লিতে জোট আছে। ইন্ডিয়া জোটে তৃণমূলের থাকার কথা উল্লেখ করেছেন কংগ্রেস। তবে শেষ দফা ভোটের আগে মমতা জানালেন, ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না তিনি। আগামী ১ জুন দিল্লিতে রয়েছে বিরোধী জোটের বৈঠক। ওই দিনই শেষ দফার ভোট রয়েছে। বাংলার একাধিক গুরুত্বপূর্ণ আসনেও রয়েছে ভোট।

সোমবার উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বড়বাজারের সভায় গিয়েছিলেন মমতা। মঞ্চ থেকে তিনি বলেন, “আমি জানিয়ে দিয়েছি ১ তারিখ যেতে পারব না। ওই দিন এখানে অনেকগুলো আসনে ভোট আছে। সব শেষ হতে রাত ১০ টা বেজে যাবে। আমি সব ছেড়ে কী করে যাব!” ভোটের পাশাপাশি রাজ্যে সদ্য ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। সেই কারণেও রাজ্য ছেড়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন মমতা। শুধু তিনি নন, তৃণমূলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন না সেখানে।

এদিন তিনি আবারও বুঝিয়ে দিয়েছেন, বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে কোনও জোট নেই। তিনি আরও বলেন, “তৃণমূলকে ছাড়া ইন্ডিয়া জোট সম্ভব নয়।”

আগামী ১ জুন শেষ দফার ভোট। তার পরের দিন অর্থাৎ ২ জুন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের জেলে ফিরে যাওয়ার কথা। আর আগামী ৪ জুন ফল প্রকাশ হবে লোকসভা নির্বাচনের। তার আগেই এই বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই বৈঠকে যেতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

Next Article