কলকাতা: বাংলার, বাঙালির সাধের উৎসব দুর্গাপুজো। এটি শুধু উৎসব নয়, ব্যবসায়িক দিকও রয়েছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যে বিশাল অঙ্কের আর্থিক লেনদেন হয়। এই বছর উৎসবের মরশুমে ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। বুধবার বিকেলে নিউটাউনের ইকোপার্কে বিজয়া সম্মিলনীতে এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে শিল্পের বিকাশের দিকটিও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যে অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। এই উৎসবে ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। রাজনীতি খুব ভাল, তবে নেতিবাচক রাজনীতি ভাল নয়। আমার বিরোধীদেরও শুভেচ্ছা জানাই। তাঁদের সুস্থতা কামনা করি।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বুঝিয়ে দেন, এখন বাংলার মূল লক্ষ্য হল শিল্প ও বিনিয়োগ। যদিও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্বের কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, “স্মল সেক্টর হল আমাদের অ্য়াসেট।” সেই সঙ্গে তাঁর আরও সংযোজন, “নেতিবাচক রাজনীতি দেশের সুখ ও সম্প্রীতির জন্য ক্ষতিকারক।”
প্রসঙ্গত, রাজ্যের যে এখন মূল লক্ষ্য শিল্প ও বিনিয়োগ টানা, তা এর আগেও একাধিকবার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের পর যখন রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল, সেই সময় থেকেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, রাজ্যের এখন লক্ষ্য শিল্প। এর জন্য চেষ্টাতেও কোনও খামতি রাখেছে না রাজ্য সরকার। ঘটা করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করা হচ্ছে। দেশ বিদেশের বিভিন্ন বিনিয়োগপতিদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেখানে।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তৃতায় শিল্প টানার বার্তা শোনা গিয়েছে। চলতি বছরের জুলাই মাসে টিটাগড়ে এক অনুষ্ঠানে গিয়ে মমতা বলেছিলেন, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে যে পরিমাণ বিনিয়োগ এসেছে, তার পরিমাণ সব মিলিয়ে প্রায় ১৫ লাখ কোটি। ওই অনুষ্ঠান থেকেই তিনি সেই সময় দাবি করেছিলেন, গত এক বছরে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে।