কলকাতা : ‘সেটিং তত্ত্ব’ নিয়ে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। বাম-কংগ্রেস কখনও বলছে, বিজেপি-তৃণমূল আঁতাতের কথা। ‘সেটিং তত্ত্বে’র হাতে গরম ইস্যুতে ময়দানে নামার সুযোগ ছাড়েননি বিজেপির কোনও কোনও নেতাও। এমনকী কেন্দ্রীয় সংস্থাগুলিকেও বাদ রাখা হয়নি সেই ‘সেটিং তত্ত্ব’র থেকে। এবার রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ মুখ খুললেন বিষয়টি নিয়ে। বললেন, “আমাদের প্রাপ্য টাকা আমাদের দেন না। সব টাকা তুলে নিয়ে যাচ্ছেন রাজ্য থেকে। অথচ রাজ্যের ভাগের টাকা আপনারা দিচ্ছেন না। আমরা তো ভিক্ষা চাইছি না। আমরা আমাদের প্রাপ্যটা চাইছি। সেখানে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে গেলে, বিজেপির স্থানীয় নেতারা বলে বেড়ান, আমি সেটিং করতে গিয়েছি।” কিন্তু সেটিং যে তিনি পারেন না, সেই কথাও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “আমাকে সেটিং করার জন্য অনেকে বসে থাকেন। আমি সেটিং করি না। কারণ, আমি এই কাজে ফিটই নই। আমি নিজেকে যেখানে ফিট করতে পারি না, আমি সেখানে কীভাবে সেটিং করব? আমি সেটিং করতে পারিনি বলেই তো সিপিএম-এর ৩৪ বছরে অনেক কংগ্রেস নেতাও মাথা নত করে দিয়েছেন, আমি করতে পারিনি। তাই আমার মাথা থেকে পা, চোখ থেকে ব্রেন… এমন কোনও জায়গা নেই যা ক্ষত-বিক্ষত নয়, যেখানে মারেনি।”
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে ‘সেটিং তত্ত্ব’ বার বার ঘুরে ফিরে এসেছে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া এবং অন্যান্য কাজে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বৈঠক বা আলোচনাও হয়ে থাকে বিভিন্ন সময়ে। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী বৈঠকের পর রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। বিরোধীরা বার বার আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দলকে। কখনও আক্রমণ করেছে বাম, কখনও কংগ্রেস। এমনকী বিজেপি শিবিরও পিছিয়ে নেই। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই কথা স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।