আমার গুড় আমি আনব, সুব্রতদাকে দিলে পুরোটাই খেয়ে নেবে: মমতা

ঋদ্ধীশ দত্ত |

Jan 04, 2021 | 9:38 PM

গঙ্গাসাগরের বিখ্যাত নলেন গুড়ের প্রতি তাঁর আকর্ষণের কথা জানান মমতা। একই সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের মিষ্টি প্রেম নিয়েও তাঁর সঙ্গে ঠাট্টা করেন নেত্রী

আমার গুড় আমি আনব, সুব্রতদাকে দিলে পুরোটাই খেয়ে নেবে: মমতা
আমার গুড় আমি আনব, সুব্রতদাকে দিলে পুরোটাই খেয়ে নেবে: মমতা

Follow Us

কলকাতা: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এদিন বৈঠক চলছিল নবান্ন সভাঘরে। পৌরহিত্য করছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অরূপ বিশ্বাস থেকে ববি হাকিম, সবাইকেই পইপই করে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন। তখনই হালকা মেজাজে পাওয়া গেল তাঁকে। গঙ্গাসাগরের বিখ্যাত নলেন গুড়ের প্রতি তাঁর আকর্ষণের কথা জানান মমতা। একই সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের মিষ্টি প্রেম নিয়েও তাঁর সঙ্গে ঠাট্টা করেন নেত্রী।

মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রতি বছরই গঙ্গাসাগর যাত্রা করে থাকেন মুখ্যমন্ত্রী। এ বছরও যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা বাতিল করেছেন তিনি। সেই প্রসঙ্গ চলাকালীন বৈঠকের মধ্যেই তিনি আচমকা বলে ওঠেন, “এবার কিন্তু বলে দেবেন আমার গুড়টা রেখে দিতে। আমি নেব। ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রতি বছর আমায় গুড় দেয়। ওটা রেখে দেয় যেন, আমি গিয়ে নিয়ে আসব।”

মাঝে সুব্রত মুখোপাধ্যায় হয়তো বলার চেষ্টা করেছিলেন যে তিনিই মমতার গুড় নিয়ে আসবেন। বাধা দিয়ে মুখ্যমন্ত্রী বলে ওঠেন, “না আমার গুড় রাখা থাকবে আমি নিয়ে আসব। আপনাকে দিলে তো রাস্তায় খেয়ে নেবেন।” পরক্ষণেই আবার বলেন, “সুব্রতদাকে খবরদার গুড় দেবেন না, ও পুরোটা রাস্তাতেই খেয়ে নেবে। চিনি না পেলে চিনির কিউব খেয়ে নেয়।” এরপর ববিদের উদ্দেশে তাঁর নির্দেশ, “সুব্রতদাকে দেখে রাখবি।”

আরও পড়ুন: কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করতে সম্মতি মমতার

সতর্ক করে দেওয়ার সুরে সুব্রত মুখোপাধ্যায়কে মমতা আরও বলেন, “খিচুড়ি আর মাংস, সেই দার্জিলিংয়ের মতো যেন না হয় সুব্রতদা।” পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার সুরে তিনি বলেন, “দেখবেন তো সুব্রতদা কী খাচ্ছেন।”

আরও পড়ুন: রাজ্যের ২০ লক্ষ প্রবীণকে বিনামূল্যে ছানি অপারেশনের ঘোষণা মমতার

Next Article