AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Red Road: ‘সবাইকে আদর করে, মাথায় হাত বুলিয়ে দিয়েছি…’, মমতা জানালেন রেড রোডে অসুস্থ হওয়া শিশুরা এখন ‘স্টেবল’

Independence Day: জানা গিয়েছে, মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, কলকাতার বিভিন্ন স্কুলের শিশুরা অসুস্থ হয়ে পড়ে এদিন। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী। যেখানে তাদের চিকিৎসা চলছে, সেখানে গিয়ে সবটা নিজে দেখে আসেন তিনি।

Red Road: 'সবাইকে আদর করে, মাথায় হাত বুলিয়ে দিয়েছি...', মমতা জানালেন রেড রোডে অসুস্থ হওয়া শিশুরা এখন 'স্টেবল'
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 15, 2025 | 2:15 PM
Share

কলকাতা: প্রতিবারের মতো এবারও স্বাধীনতা দিবসের দিন সকালে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল কুচকাওয়াজের আয়োজন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দর্শকাসনে উপস্থিত ছিল রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা, অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণও করেছিল। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরই বদলে গেল ছবিটা। তড়িঘড়ি শিশুদের নিয়ে যেতে হল এসএসকেএম হাসপাতালে। অসুস্থ হয়ে পড়ল অন্তত ৩৯ জন শিশু। হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থা নিজে দেখে এলেন মমতা, মাথায় হাত বুলিয়ে দিয়ে এলেন তাদের।

জানা গিয়েছে, মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, কলকাতার বিভিন্ন স্কুলের শিশুরা অসুস্থ হয়ে পড়ে এদিন। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী। যেখানে তাদের চিকিৎসা চলছে, সেখানে গিয়ে সবটা নিজে দেখে আসেন তিনি। বেরিয়ে এসে মমতা বলেন, “ওদের খিদে পেয়েছিল। এছাড়া সবার চুল ভিজে গিয়েছে, তাই গার্ডার খুলে দিলাম। পোশাক আল্গা করে দিলাম। সবাইকে আদর করে, মিষ্টি জল খাইয়ে এসেছি। এখন সবাই স্টেবল।”

মমতার বক্তব্য, ‘শিশুদের ব্রেকফাস্ট দেওয়া হলেও, তারা ঠিকমতো খায়নি।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘আজকাল বাচ্চারা ডায়েট করে বলে খাবার ঠিকমতো খায় না।’ তাঁর আরও দাবি, অনেক সময় মানসিক কারণেও অনেকে অসুস্থ হয়ে পড়ে, বন্ধুদের অসুস্থতা দেখে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসক, নার্স সবাই সাধ্যমতো চেষ্টা করছে বলে উল্লেখ করেন মমতা। সব শেষে তিনি বলেন, “বারবার মার খেয়ে খেয়ে হাসপাতালে ভর্তি হতে হতে, আমার এগুলো দেখা অভ্যেস হয়ে গিয়েছে।”

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সকালে একচোট বৃষ্টি হয়, তারপর হঠাৎ রোদ ওঠায় অসুস্থ হয়ে পড়ে শিশুরা। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে যান কলকাতার নগরপাল মনোজ ভার্মাও।