Mamata Banerjee: রেলের ভাড়া কমানোর দাবিতে কেন্দ্রকে চিঠি মমতার, মনে করালেন ‘ইজ্জতে’র কথা

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

May 18, 2023 | 9:30 PM

Mamata Banerjee: রেলমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মুর্শিদাবাদ জেলার ওই এলাকায় বসবাসকারী মানুষের বেশিরভাগই খুব গরিব। এদের বেশিরভাগই দিনমজুর এবং দারিদ্র সীমার নীচে বসবাস করেন। নিত্যদিনের কাজের জন্য তাঁদের বাড়ি থেকে অন্যত্র যাতায়াত করতে হয়।

Mamata Banerjee: রেলের ভাড়া কমানোর দাবিতে কেন্দ্রকে চিঠি মমতার, মনে করালেন ইজ্জতের কথা
ট্রেন ভাড়া প্রসঙ্গে মমতা

Follow Us

কলকাতা: রেলের ভাড়া কমানোর দাবিতে এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Rail Minister Ashwini Vaishnaw) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজিমগঞ্জ-কাটোয়া লাইনে ট্রেনের ভাড়া কমানোর দাবি জানিয়ে দুই পাতার একটি চিঠি পাঠিয়েছেন তিনি। কিছুদিন আগেই সেখানকার যাত্রীরা এই রেলের ভাড়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনেছিলেন। জানিয়েছিলেন কোভিড মহামারির সময়ে হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ শাখায় রেলের নূন্যতম ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল এবং সেই ভাড়াই এখনও চলছে। সেই বিষয়টিই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নজরে এনেছেন তিনি। একইসঙ্গে দাবি জানিয়েছেন, যাতে দ্রুত আজিমগঞ্জ-কাটোয়া শাখায় আগের মতো ১০ টাকার নূন্যতম ভাড়া ফিরিয়ে আনা হয়।

রেলমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মুর্শিদাবাদ জেলার ওই এলাকায় বসবাসকারী মানুষের বেশিরভাগই খুব গরিব। এদের বেশিরভাগই দিনমজুর এবং দারিদ্র সীমার নীচে বসবাস করেন। নিত্যদিনের কাজের জন্য তাঁদের বাড়ি থেকে অন্যত্র যাতায়াত করতে হয়। কিন্তু রেলের ভাড়া বেড়ে যাওয়ার কারণে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। তাঁরা এত বেশি দামে টিকিট কাটতে পারছেন না।

ওই চিঠিতে ২০০৯-১০ সালে মমতা যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময়ের রেল বাজেটের একটি অনুচ্ছেদও তুলে ধরেছেন তিনি। সেই বছরের রেল বাজেটে ইজ্জত প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা। অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন, তাঁদের মাসিক আয় ১৫০০ টাকা পর্যন্ত হলে এই প্রকল্পের সুবিধা পেতেন তাঁরা। এই ইজ্জত প্রকল্পের মাধ্যমে তাঁদের জন্য ১০০ কিলোমিটারের রেলযাত্রার জন্য ২৫ টাকায় মান্থলি টিকিটের ঘোষণা করেছিলেন মমতা। সেই প্রকল্প যে এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার প্রভাব যে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের উপর পড়ছে, সেই কথাও এদিনের চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Next Article