AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘যদি দম থাকে আমাকে দিয়ে শুরু করুক’, মমতার ‘বদলা’ মন্তব্যে ফুঁসছেন সুকান্ত-কৌস্তভ-সুজনরা

CM Mamata Banerjee: অন্যদিকে এদিনই আবার চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। ক্ষোভ উগরে দিয়েছেন তিনিও। ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

Mamata Banerjee: ‘যদি দম থাকে আমাকে দিয়ে শুরু করুক’, মমতার ‘বদলা’ মন্তব্যে ফুঁসছেন সুকান্ত-কৌস্তভ-সুজনরা
আক্রমণে বিরোধীরা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 10:07 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতা কর্মীদের নিয়ে সমাবেশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই রণংদেহি মেজাজে দেখা যায় তাঁকে। বলেন, “আমাদের মানিক ভট্টাচার্য জেলে, বালু জেলে। এটাই চলবে? আগামিদিনে যখন আপনারা ক্ষমতায় থাকবেন না, কোথায় থাকবেন, সেলে? চুরির জন্য বদনাম দিয়ে আমার ৪ জনকে জেলে রাখে, আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি দলের পক্ষ থেকে ওদের ৮ জনকে জেলে ভরব।” তাঁর এ মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর শোরগোল। শুধু তাই নয়, এদিন মমতার মুখে শোনা গিয়েছে বদলার প্রসঙ্গও। বলেন, “বদলা নিতে হবে। বদলা মানে রাজনৈতিক বদলা।” বিতর্কের আবহে ইতিমধ্যেই আবার মমতার বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। 

শুধু শুভেন্দু নন, ফুঁসছেন সুকান্ত, কৌস্তভরাও। মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “যদি দম থেকে থাকে তাহলে সুকান্ত মজুমদারকে দিয়ে শুরু করুক।  বিজেপির নেতা-মন্ত্রীরা চাকরি চুরি, গরু, কয়লা পাচারে যুক্ত নয়। তাই আমরা তাঁদের সঙ্গে সঙ্গে মুক্ত করে আনব।” 

অন্যদিকে এদিনই আবার চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। ক্ষোভ উগরে দিয়েছেন তিনিও। বলেন, “এটা একজন মুখ্যমন্ত্রী সুলভ কথা? পাড়ার গুন্ডা- মস্তানরা এরকম কথা বলে যে ও আমার একটাকে মেরেছে, আমি ওর দুটোকে মারব। এটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী না, পাড়ার একজন লুচ্চা, লাফাঙ্গার কথা।” তোপ দেগেছে সিপিএমও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী খোঁচা দিয়ে বলেন, “স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুমকি দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। বলছেন ওঁর চারজন গ্রেপ্তার হয়েছে অন্যদের ৮ জনকে গ্রেফতার করা হবে। আমি বলছি আপনি তো পুলিশ মন্ত্রী। অপরাধীদের বাইরে রাখবেন কেন? ৮ জন কেন ৮০ জনও যদি হয়, কে বাইরে রাখতে বলেছে? এতদিন গ্রেপ্তার করেননি কেন? অপরাধীদের ছেড়ে রেখেছেন কেন?”