AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Durga Angan: বাংলায় এবার তৈরি হবে ‘দুর্গা অঙ্গন’, মন্ত্রিসভায় মিলল অনুমোদন

West Bengal Durga Angan: একটি ট্রাস্ট গঠন করার কথাও ঘোষণা করেছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তবে মন্দির কোথায় তৈরি হবে বা এই নির্মাণকাজের জন্য কত টাকা বাজেট রয়েছে, সেই নিয়ে এখনও কিছু জানায়নি নবান্ন।

West Bengal Durga Angan: বাংলায় এবার তৈরি হবে 'দুর্গা অঙ্গন', মন্ত্রিসভায় মিলল অনুমোদন
মমতা বন্দ্যোপাধ্য়ায়Image Credit: নিজস্ব চিত্র
| Updated on: Aug 12, 2025 | 9:22 AM
Share

কলকাতা: দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার তৈরি হতে চলেছে ‘দুর্গা অঙ্গন’। সোমবার তাতেই পড়েছে সরকারি সিলমোহর। নবান্নে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণাতেই দেওয়া হয়েছে সম্মতি।

জানা গিয়েছে, পর্যটন দফতর এবং হিডকো যৌথ ভাবে ‘দুর্গা অঙ্গন’ তৈরির কাজ করবে। নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করার কথাও ঘোষণা করেছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তবে মন্দির কোথায় তৈরি হবে বা এই নির্মাণকাজের জন্য কত টাকা বাজেট রয়েছে, সেই নিয়ে এখনও কিছু জানায়নি নবান্ন।

উল্লেখ্য, গত ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এই ‘দুর্গা অঙ্গন’ তৈরির কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। সেদিন তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছিলেন, “একমাত্র ভোটের সময়েই কি আপনাদের কালী-দুর্গার কথা মনে পড়ে?” তারপরই তাঁর মুখে শোনা যায়, “জগন্নাথ ধামের মতোই আগামী দিনে দুর্গা অঙ্গন নির্মাণ হবে বাংলায়।” এবার সেই ‘দুর্গা অঙ্গন’ নির্মাণের কাজেই পড়ল সরকারি সিলমোহর।

যার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ‘দুর্গা-প্রীতি’ নিয়ে সরব হয় বিজেপি। গোটা ব্যাপারটাকেই ‘রাজনীতির অংশ’ বলে দাগায় তারা। তবে গেরুয়া শিবিরও কিন্তু নিজেও ‘দুর্গা-রাজনীতি’ থেকে পিছু হটেনি, দাবি ওয়াকিবহাল মহলের। চলতি বছরেই ইজেডসিসিতে দুর্গা পুজো করছে তারা। অবশ্য অগ্নিমিত্রা পালের দাবি, “এই পুজো সরাসরি বিজেপি করছে না। অন্য একটি সংগঠন করছে। যাকে সহযোগিতা করছে আমাদের দল।”