Death in Gopalnagar: মারের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাবার
Kolkata : খেলার মাঠে মারপিটের রেশ গড়াল হাতাহাতিতে। ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবার। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতার গোপালনগর এলাকায়।
কলকাতা : খেলার মাঠে মারপিটের রেশ গড়াল হাতাহাতিতে। ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবার। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতার গোপালনগর এলাকায়। জানা গিয়েছে, মারপিটের হাত থেকে ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন বাবা। সেই সময়ই প্রৌঢ়ের মাথায় আঘাত লাগে এবং পরে তাঁর মৃত্যু হয়। মৃত ওই প্রৌঢ়ের নাম মানস সরকার (৫৬)। মৃতের ছেলে অর্কপ্রভ সরকার এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। জানা গিয়েছে, খেলার সময় ছোটদের মধ্যে ঝামেলা শুরু হলে অর্কপ্রভকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে অন্য এক ছোট ছেলে। পাল্টা ওই ছেলেটিকে চড় মারে অর্কপ্রভ। আর সেই সময়েই দুই জনের মধ্যে ঝামেলা বেধে যায়। এরপর দ্বিতীয় ছেলেটির পরিচিত দুই জন অর্কপ্রভকে ধরে মারধর শুরু করে। বিষয়টি দেখতে পান মানস বাবু। মারপিটের থেকে ছেলে বাঁচাতে এগিয়ে যান তিনি। তখন তাঁরও মাথায় আঘাত লাগে এবং তাতেই মৃত্যু হয় মানস বাবুর।
অর্কপ্রভ সরকার নামে ওই কিশোর জানিয়েছে, “আমার পাড়ায় ছোটদের দুটো দলের মধ্যে খেলা হচ্ছিল। সেই খেলার মধ্যে মারপিট হয়। আমি তখন সেখানে ছিলাম। আমাকে লক্ষ্য করে ইট ছোড়ে দুই একজন। আমি তখন একজনকে ধরে আনি। তখন ওই ছেলেটির বাবা এবং কাকারা আমায় মারধর করতে থাকে। যা দেখে আমার বাবা ছুটে আসে। আমাকে বকাবকি করে বাবা। ওদের সঙ্গেও বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন আমার বাবা। তখন বাবার উপর চড়াও হয়ে মারধর করা হয়। বাবার মাথায় আঘাত লাগে। বাবার সেখানেই মৃত্যু হয়।”
মৃতের শ্যালক এই ঘটনায় সরাসরি অভিযোগ তুলেছেন শাবানা ও নেদু নামক স্থানীয় দুই জনের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, “যে ছোট ছেলেটার সঙ্গে গন্ডগোল হয়েছে, তার পরিবারের কেউ আসেওনি। তার পরিবারের কেউ মারতে আসেনি। এটা এই দুই জনই করছে। এটা কখনও কাম্যও নয়। ছোটদের মধ্যে সমস্যা ছোটদের মধ্যেই মেটানো উচিত। আমরা আগে নিজেদের ছেলেদের শাসন করি। আমার জামাইবাবুও তাই করেছিলেন।”