কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জামিনের বিরোধিতা করে শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকের প্রসঙ্গ টানল ইডি। বুধবার ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court) ইডি-র (Enforcement Directorate) আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, মানিক ভট্টাচার্য ও কুন্তল ঘোষের অপরাধ খুনের সমান। প্রসঙ্গত, মঙ্গলবার আদালতে মানিক ভট্টাচার্যকে পেশ করে তাঁর জামিনের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। ইডি-র আইনজীবী গতকাল সওয়াল করেননি। বুধবার বেলা ১১টার সময়ে ব্যাঙ্কশালের বিশেষ ইডি আদালতে ফিরোজ এডুলজি মানিকের জামিনের বিরোধিতা করে সওয়াল করেন। তিনি বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে ম্যাকবেথের নাটকের একটা বিষয়ের উত্থাপন করেন। ইডি-র আইনজীবী বলেন, একটা সময়ে বাংলার শিক্ষাব্যবস্থা ছিল সেরা। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে দুর্নীতি যেভাবে ঘিরে ধরেছে, এখানকার পড়ুয়ারা ভীত। তাঁরা বাইরে পড়াশোনার জন্য চলে যাচ্ছে। কুন্তল-মানিক সম্মিলিতভাবে যে ষড়যন্ত্র করেছেন বৃহত্তর জনজাতির বিরুদ্ধে, তা খুনের সমতুল্য বলে সওয়াল করেন ইডির আইনজীবী। এই বিষয়টা উল্লেখ করেই জামিনের বিরোধিতা করেন।
মঙ্গলবার আদালতে পেশ করা হয় মানিক ভট্টাচার্যকে। ঢোকার মুখে সংবাদিকদের কথায় মেজাজ হারাতে দেখা গিয়েছিল মানিককে। আদালতে শুনানির সময়েই মানিকের আইনজীবী হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের একটি মন্তব্যের কড়া বিরোধিতা করেন। প্রসঙ্গত, গত সপ্তাহেই নিয়োগ মামলার শুনানিতে মানিক প্রসঙ্গে বেশ কয়েকটি মন্তব্য করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেদিন সিবিআই-কেই জিজ্ঞাসা করেছিলেন, ‘‘কত বার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি। শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি জানেন?” সেই প্রসঙ্গের প্রেক্ষিতে মানিকের আইনজীবী বলেন, “আমার মক্কেলের নদিয়ায় বাড়ি আছে। ওটা যদি লন্ডন টেকওভার করে, তবে তাঁর লন্ডনে বাড়ি আছে।” এদিনের শুনানিতে দুপক্ষের সওয়াল-জবাব শেষ হয়ে গিয়েছে। রায়দান স্থগিত রয়েছে।