Manik Bhattacharya: এবার পার্থর ‘প্রতিবেশী’ মানিক, প্রথম রাতে জুটল কম্বল, ডাল, রুটি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 25, 2022 | 10:13 PM

Manik Bhattacharya: শুধু পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যই নন, প্রেসিডেন্সি জেলের ওই ওয়ার্ডেই রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলার একাধিক অভিযুক্ত।

Manik Bhattacharya: এবার পার্থর প্রতিবেশী মানিক, প্রথম রাতে জুটল কম্বল, ডাল, রুটি
জেলের একই ওয়ার্ডে পার্থ-মানিক

Follow Us

কলকাতা : একজন ছিলেন রাজ্যের মন্ত্রী, অপরজন বিধায়ক। একজন চালাতেন শিক্ষা দফতর, অন্যজনের হাতে ছিল প্রাথমিক শিক্ষা  পর্ষদের দায়িত্ব। কতটা ঘনিষ্ঠ ছিলেন তাঁরা, তা স্পষ্ট না হলেও পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপের যে কথোপকথন সামনে এসেছে, তা থেকে বেশ বোঝা যায় দুজনের সম্পর্ক নেহাত খারাপ ছিল না। আর এবার মানিকের ঠিকানা হল পার্থর সেলের কাছেই। পার্থর সঙ্গে একই ওয়ার্ডে ঠাঁই হল পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের। মঙ্গলবার আদালতে তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি জেলের পয়লা ২২ ওয়ার্ডেই রাখা হয়েছে তাঁকে।

জেল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ‘প্রতিবেশী’ হয়েছেন মানিক ভট্টাচার্য। শুরু থেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে পয়লা বাইশ ওয়ার্ডে রয়েছেন পার্থ। মঙ্গলবার থেকে সেই পয়লা বাইশ ওয়ার্ডের বাসিন্দা হলেন মানিকও। মঙ্গলবার তাঁকে সেখানে নিয়ে যাওয়ার পর সেলের মেঝেতেই থাকার ব্যবস্থা করা হয়। কম্বলকে বিছানা হিসেবে ব্যবহার করে জেলের প্রথম রাত কাটাতে হচ্ছে তাঁকে। সূত্রের খবর, রাতে খাবার হিসেবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের পাতে পড়েছে রুটি, ডাল আর সবজি বা তরকারি। তা দিয়ে নৈশকালীন ভোজ সেরেছেন মানিক।

তবে শুধু মানিক নয় ওই ওয়ার্ডে মানিকের ‘প্রতিবেশী’ হিসেবে রয়েছেন অনেকেই। দুর্নীতি মামলার সব অভিযুক্তদেরই এই ওয়ার্ডে রাখা হয়েছে। বিভিন্ন সেলে রয়েছেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা প্রমুখ। আর এবার সেই তালিকায় যুক্ত হল মানিকের নাম।

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে ইডি যে চার্জশিট পেশ করেছিল, তাতে নাম রয়েছে মানিকের। মোবাইল ঘেঁটে তদন্তকারীরা দেখেছেন, মানিকের সঙ্গে পার্থর হোয়াটসঅ্যাপে বেশ কিছু কথোপকথন হয়েছে। এমনকি মানিক যে টাকা নিতেন, সেই বিষয়টিও পার্থকে জানিয়েছিলেন কেউ বা কারা। আর সে সব মেসেজ নাকি মানিককেই পাঠিয়ে দিতেন পার্থ। এমন অভিযোগ সামনে আসার পর আরও জোরদার তদন্ত চলে। কিছুদিন আগে মানিককে গ্রেফতার করে ইডি। মানিকের কোটি কোটি টারা হদিশও পেয়েছেন তদন্তকারীরা। মঙ্গলবার তাঁর জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২৮ অক্টোবর পর্যন্ত জেলে থাকতে হবে মানিককে।

Next Article