Manik Bhattacharya: বুধে বিধানসভায় উচ্চশিক্ষার স্ট্যান্ডিং কমিটির বৈঠক, মানিকের অনুপস্থিতি প্রায় নিশ্চিত

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 11, 2022 | 7:09 PM

West Bengal Assembly: কমিটির বৈঠক সচরাচর এড়াতেন না মানিক বাবু। এমনকী বিধানসভার শেষ অধিবেশনেও দেখা গিয়েছিল তাঁকে।

Manik Bhattacharya: বুধে বিধানসভায় উচ্চশিক্ষার স্ট্যান্ডিং কমিটির বৈঠক, মানিকের অনুপস্থিতি প্রায় নিশ্চিত
মানিক ভট্টাচার্য

Follow Us

কলকাতা: ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। তিনি আবার বিধানসভার উচ্চ শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য। একইসঙ্গে তিনি বিধানসভার উপ বিধান কমিটির সদস্যও বটে। আগামিকাল (বুধবার) উচ্চ শিক্ষা সংক্রান্ত কমিটির বৈঠক রয়েছে বিধানসভায়। মানিকের বৈঠকে অনুপস্থিতি প্রায় নিশ্চিত বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, মানিক বাবুকে ইডি-সিবিআই তলব নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, সেই সময়ও বিধানসভার বৈঠকে এসেছিলেন তিনি। কমিটির বৈঠক সচরাচর এড়াতেন না মানিক বাবু। এমনকী বিধানসভার শেষ অধিবেশনেও দেখা গিয়েছিল তাঁকে।

শেষ বিধানসভা অধিবেশনে প্রায় নিয়মিত উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্য। এমনকী কেন্দ্রীয় এজেন্সিগুলির ‘অতি-সক্রিয়তা’ নিয়ে সরকারি প্রস্তাবের দিনেও বিধানসভায় হাজির ছিলেন পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক। এমনকী সম্প্রতি মামলা মোকদ্দমার কারণে যখন দিল্লিতে গেলেও বিধানসভার কমিটির বৈঠক সম্পর্কে আগ্রহ ছিল মানিকের। সেখান থেকেও নিয়মিত খোঁজ খবর নিয়েছেন তৃণমূল বিধায়ক। এমনকী, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর খোঁজাখুঁজি করছে, যখন তিনি ‘লুকোচুরি’ খেলছেন, ফ্ল্যাট থেকে উঁকিঝুঁকি দিচ্ছেন, সেই সময়েও মাঝে বিধানসভায় এসে কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মানিক ভট্টাচার্য।

প্রসঙ্গত, মানিক বাবুর যখন নিখোঁজ ছিলেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। সেই সময় টিভি নাইন বাংলার তরফ থেকে বার বার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল তাঁর সঙ্গে। জবাবও দিয়েছিলেন তিনি। কখনও ফোনে, কখনও ভিডিয়ো কলে, এমনকী নিজের বাড়ির বারান্দায় সশরীরে উপস্থিত থেকেও জানিয়েছিলেন তিনি নিজ বাড়িতেই রয়েছেন। পরে যখন সিবিআই তাঁর নামে লুক-আউট নোটিস জারি করেছে বলে গুঞ্জন ছড়ায়, সেই সময় হঠাৎই একদিন বিধানসভাতেও হাজির হয়েছিলেন তিনি। সব মিলিয়ে বার বার মানিক বাবু বুঝিয়ে দিয়েছেন, তিনি বিধানসভার কাজের সঙ্গে যুক্ত থাকতেই পছন্দ করেন। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতারির পর আগামিকালের বৈঠকে তাঁর অনুপস্থিতি একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Next Article