কলকাতা: প্রাথমিক নিয়োগের দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। সিবিআই-ইডি তাঁকে হন্যে হয়ে খুঁজছে। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের হদিশ মিলল। TV9 বাংলাকে মানিক ভট্টাচার্য জানালেন, যাদবপুরের বাসস্থানেই রয়েছেন তিনি। সিবিআই-ইডি তাঁর খোঁজ পাচ্ছেন না। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। মানিককে হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারীরা। মানিক ভট্টাচার্য দাবি করেছিলেন, তাঁর ফোন নাকি খোলাই রয়েছে। কিন্তু একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারা সম্ভব হচ্ছিল না। তদন্তকারীরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তার জন্য লুকআউট নোটিস জারি করা হয়। যাতে তিনি দেশ বা রাজ্যের বাইরে যেতে না পারেন। TV9 বাংলার প্রতিনিধি সৌরভ গুহ ফোনে যোগাযোগ করেছিলেন মানিক ভট্টাচার্যের সঙ্গে।
বিধায়ক ফোনে বলেন, “একটাই বক্তব্য, বাড়িতেই আছি, নিজের বাসস্থানে রয়েছি। বিচারাধীন বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। তবে যে সংস্থা যখনই যা বলছে, আমি তাতে সম্পূর্ণ সহযোগিতা করছি। আগামী দিনেও করব।” লুকআউট নোটিস প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আরও একবার বলেন, “সমস্ত সংস্থা, সব অথরিটি আমাকে যা যা বলছেন, আমি সম্পূর্ণ সহযোগিতা করে চলেছি।” মানিকের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন TV9 বাংলার প্রতিনিধি। দেখা যায়, একটি গাড়িতে মানিকের বাড়ি থেকে এক মহিলা বের হন। ‘মানিকবাবু কি এই বাড়িতেই রয়েছেন?’ তাঁকে এই প্রশ্ন করা হলে তিনি ঘাড় নাড়িয়ে সম্মতিসূচক উত্তর দেন।
গত ১৫ অগস্ট শেষ বার তলব করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। তিনি সেবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এরপর থেকে বারবার তলব করা হলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন মানিক। মাঝে একবার অবশ্য তাঁকে বিধানসভায় যেতে দেখা গিয়েছিল। নদিয়ার কল্যাণীর পৈত্রিক বাড়িতেও খোঁজ করা হয় মানিকের। কিন্তু সেখানে তাঁকে না মেলায় লুকআউট নোটিস জারি করার সম্ভাবনা প্রবল হয়। বৃহস্পতিবার সম্ভাবনা সত্যি করে জারি করা হয় লুকআউট নোটিস। তারপর ফের TV9 বাংলার তরফে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তা সম্ভব হয়।