Local Train : সোম থেকে দশ দিন একগুচ্ছ লোকাল বাতিল শিয়ালদায়, ঘুরপথে চলবে একাধিক দূরপাল্লার ট্রেন

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Feb 18, 2023 | 5:48 PM

Local Train : প্রতিদিন এই শাখায় আপ-ডাউন মিলিয়ে মোট ২২২টি লোকাল ট্রেন চলে। ১১৫টি আপ এবং ১০৭টি ডাউন।

Local Train : সোম থেকে দশ দিন একগুচ্ছ লোকাল বাতিল শিয়ালদায়, ঘুরপথে চলবে একাধিক দূরপাল্লার ট্রেন
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা : হাওড়া বর্ধমান শাখায় দুর্ভোগ তো চলছেই। এরমধ্যে এবার শিয়ালদা (Sealdah) শাখাতেও দফায় দফায় বাতিল হচ্ছে লোকাল ট্রেন (Local Train)। আপ এবং ডাউন মিলিয়ে মোট ৪৬ জোড়া লোকাল ট্রেন বাতিল হতে চলেছে শিয়ালদা শাখায়। অর্থাৎ, মোট একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল প্রতিদিন। ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত, ২৫ জোড়া লোকাল ট্রেন বাতিল প্রতিদিন। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত, ২১ জোড়া লোকাল ট্রেন বাতিল। এদিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন শিয়ালদার ডিআরএম এস পি সিং।

একইসঙ্গে, ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি, অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে মোট ১৩ টি এক্সপ্রেস ট্রেন। অর্থাৎ আপ লাইনে ৬টি এবং ডাউন লাইনে ৭টি এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে অন্য পথে। ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি, মোট ৪ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাৎ আপ এবং ডাউন মিলিয়ে মোট আটটি ট্রেন বাতিল থাকছে। তালিকায় রয়েছে, শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি মেমু, শিয়ালদা-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস।

২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত, ২১ জোড়া লোকাল ট্রেন বাতিল। অর্থাৎ মোট ৪২ টি লোকাল ট্রেন বাতিল। যদিও এই তারিখের মধ্যে কোন এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া বা বাতিল থাকবে না। নৈহাটি-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজ এবং ইন্টারলকিংয়ের কাজের জন্য এই লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনগুলিকে বাতিল করা এবং ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। শিয়ালদা থেকে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী, নৈহাটি, বর্ধমান, কাটোয়া শাখায় ট্রেন বাতিল থাকবে। প্রতিদিন এই শাখায় আপ-ডাউন মিলিয়ে মোট ২২২টি লোকাল ট্রেন চলে। ১১৫টি আপ এবং ১০৭টি ডাউন। সেখানে দুটি ধাপ মিলিয়ে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলে ফের বড়সড় যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

Next Article