কলকাতা: প্রতিদিন হাওড়া ডিভিশনের ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ। লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন- বিভিন্ন রুটে যাত্রীদের ভরসা এই হাওড়া স্টেশন। বৃহস্পতিবার ও শুক্রবার একগুচ্ছ ট্রেন বাতিল হচ্ছে সেই হাওড়া ডিভিশনে। রেল সূত্রে জানানো হয়েছে, শ্রীরামপুর স্টেশনের কাছে চলছে সিগন্যালের কাজ আর ব্যান্ডেলের কাছে চলছে ওভারহেড তারের কাজ। সে কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হচ্ছে ওই লাইনে। ইতিমধ্যেই কাজের সব প্রস্তুতি সেরে ফেলেছে রেল। তৈরি করা হয়েছে বাতিল ট্রেনের তালিকা।
২ নভেম্বর, বৃহস্পতিবার হাওড়া থেকে ব্যান্ডেলগামী ৩৭২৮৫ নম্বর ট্রেনটি বাতিল করা হচ্ছে। ৩ নভেম্বর, শুক্রবার ৩৭২১২ নম্বর ট্রেন বাতিল করা হচ্ছে।
১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস। বৃহস্পতিবার এই ট্রেনটি বর্ধমান-ডানকুনি-হাওড়া রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন থামবে কামারকুণ্ডু ও ডানকুনি স্টেশনে।
১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস। বৃহস্পতিবার ট্রেনটি বর্ধমানে পৌঁছবে রাত ১ টা ১৬ মিনিটে। বর্ধমান-ডানকুনি-হাওড়া রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন থামবে কামারকুণ্ডু ও ডানকুনি স্টেশনে।
১৩০২২ রাক্সাউল-হাওড়া মিথিলা এক্সপ্রেস। বৃহস্পতিবার ট্রেনটি বর্ধমানে পৌঁছবে রাত ১ টা ৩৬ মিনিটে। বর্ধমান-ডানকুনি-হাওড়া রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন থামবে কামারকুণ্ডু ও ডানকুনি স্টেশনে।
০৩০০৪ আজিমগঞ্জ-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে বৃহস্পতিবার রাত ১০ টায়।
১৩০৩৪ কাটিহার- হাওড়া এক্সপ্রেস আজিমগঞ্জ পৌঁছবে রাত ১০ টা ২৫ মিনিটে।
১৩১০৬ বালিয়া- শিয়ালদহ এক্সপ্রেস বর্ধমান পৌঁছবে বৃহস্পতিবার রাত ১২ টা ৩১ মিনিটে।
১৩১৬০ যোগবাড়ি- কলকাতা এক্সপ্রেস ট্রেন বর্ধমান পৌঁছবে বৃহস্পতিবার রাত ১২ টা ৪৪ মিনিটে।