Howrah Train Cancel: হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, পরিবর্তন হল সময়ও

Aritra Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 02, 2023 | 4:14 PM

Train Cancelled: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হচ্ছে বিশেষ একটি লাইনে। ইতিমধ্যেই কাজের সব প্রস্তুতি সেরে ফেলেছে রেল। তৈরি করা হয়েছে বাতিল ট্রেনের তালিকা।

Howrah Train Cancel: হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, পরিবর্তন হল সময়ও
ট্রেন বাতিল
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: প্রতিদিন হাওড়া ডিভিশনের ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ। লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন- বিভিন্ন রুটে যাত্রীদের ভরসা এই হাওড়া স্টেশন। বৃহস্পতিবার ও শুক্রবার একগুচ্ছ ট্রেন বাতিল হচ্ছে সেই হাওড়া ডিভিশনে। রেল সূত্রে জানানো হয়েছে, শ্রীরামপুর স্টেশনের কাছে চলছে সিগন্যালের কাজ আর ব্যান্ডেলের কাছে চলছে ওভারহেড তারের কাজ। সে কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হচ্ছে ওই লাইনে। ইতিমধ্যেই কাজের সব প্রস্তুতি সেরে ফেলেছে রেল। তৈরি করা হয়েছে বাতিল ট্রেনের তালিকা।

কোন কোন লোকাল ট্রেন বাতিল?

২ নভেম্বর, বৃহস্পতিবার হাওড়া থেকে ব্যান্ডেলগামী ৩৭২৮৫ নম্বর ট্রেনটি বাতিল করা হচ্ছে। ৩ নভেম্বর, শুক্রবার ৩৭২১২ নম্বর ট্রেন বাতিল করা হচ্ছে।

কোন কোন ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে?

১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস। বৃহস্পতিবার এই ট্রেনটি বর্ধমান-ডানকুনি-হাওড়া রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন থামবে কামারকুণ্ডু ও ডানকুনি স্টেশনে।

১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস। বৃহস্পতিবার ট্রেনটি বর্ধমানে পৌঁছবে রাত ১ টা ১৬ মিনিটে। বর্ধমান-ডানকুনি-হাওড়া রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন থামবে কামারকুণ্ডু ও ডানকুনি স্টেশনে।

১৩০২২ রাক্সাউল-হাওড়া মিথিলা এক্সপ্রেস। বৃহস্পতিবার ট্রেনটি বর্ধমানে পৌঁছবে রাত ১ টা ৩৬ মিনিটে। বর্ধমান-ডানকুনি-হাওড়া রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন থামবে কামারকুণ্ডু ও ডানকুনি স্টেশনে।

কোন কোন ট্রেনের সময় বদলাচ্ছে?

০৩০০৪ আজিমগঞ্জ-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে বৃহস্পতিবার রাত ১০ টায়।

১৩০৩৪ কাটিহার- হাওড়া এক্সপ্রেস আজিমগঞ্জ পৌঁছবে রাত ১০ টা ২৫ মিনিটে।

১৩১০৬ বালিয়া- শিয়ালদহ এক্সপ্রেস বর্ধমান পৌঁছবে বৃহস্পতিবার রাত ১২ টা ৩১ মিনিটে।

১৩১৬০ যোগবাড়ি- কলকাতা এক্সপ্রেস ট্রেন বর্ধমান পৌঁছবে বৃহস্পতিবার রাত ১২ টা ৪৪ মিনিটে।

Next Article